কলকাতা ব্যুরো: মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরে দেবীর গর্ভগৃহ। আজ থেকে ভক্তরা কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেবীকে দর্শন ও পুজো দিতে পারবেন। এর আগে জুলাই মাস থেকে কালীঘাট মন্দির খুলে গিয়েছিল। কিন্তু গর্ভগৃহ খোলার অনুমতি দেওয়া হয়নি। ফলে বহু ভক্ত গর্ভগৃহে ঢোকা যাবে না জেনেই মন্দিরে আসতেন না। আজ থেকে সেই সমস্যা দূর হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

যদিও যাবতীয় করোনা বিধি মেনেই মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের। ১০ জনের বেশি একসঙ্গে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরের মোট দুটি গেট খোলা থাকবে পূণ্যার্থীদের যাতায়াতের জন্য। সকাল ছটায় মন্দির খুলে দুপুর ১২ টায় তা বন্ধ হবে। আবার বিকেলে খোলার পর সাড়ে ছয়টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করা যাবে।
গর্ভগৃহ খুলে যাওয়ায় অনেকটাই আশার আলো দেখছেন কালীঘাট মন্দির চত্বরে ব্যবসা করা বাসিন্দারা।

তাদের বক্তব্য, গর্ভগৃহ না খোলায় এতদিন মন্দিরে ভক্তরা পুজো দিতে এলেও অনেকেই আসছেন না। কিন্তু এবার গর্ভগৃহ খুলে যাওয়া য় আসা করা যায়, দূরদূরান্ত থেকে সকল ভক্ত নিশ্চিন্তে পুজো দিতে আসবেন।

Share.
Leave A Reply

Exit mobile version