কলকাতা ব্যুরো: রাজ্য সরকারের মাসের লকডাউন করার সিদ্ধান্ত কে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা বানচাল করার অভিপ্রায় বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তার বক্তব্য, এই পরীক্ষার বিষয়ে রাজ্য সরকারের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তার আরো বক্তব্য, রাজ্য সরকার আর লক ডাউন গুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

যদিও কি রকম রাজনৈতিক স্বার্থ ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। এর আগে বিভিন্ন সময়ে রাজ্য সরকারের নির্ধারিত মাসে চারদিন পাঁচ- দিন লকডাউন নিয়ে প্রশ্ন উঠেছিল জনগণের একাংশের মধ্যে। কেননা মাসের হঠাৎ করে বাছাই করা কয়েকটি দিনে লকডাউন করে আদবে সংক্রমণ যাবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন বেশ কিছু চিকিৎসক।

যদিও গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা নিয়ে সংক্রমণ এবং মৃত্যুর ক্ষেত্রে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তা যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন চিকিৎসকরা। করোনা ছড়িয়ে পড়ার যে প্রবণতা এতদিন দেখা যাচ্ছিল সেখানে কিছুটা রাশ পড়েছে বলেও ধারণা বিশেষজ্ঞদের।

Share.
Leave A Reply

Exit mobile version