কলকাতা ব্যুরো: ফের করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ শনিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই আবার আইসোলেশনে চলে গেলেন তিনি৷ করোনা থেকে সুস্থ হয়ে ফের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়৷ কিন্তু এত অল্পদিনের ব্যবধানে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা সচরাচর ঘটে না৷ বাইডেনের ক্ষেত্রে সেটাই হয়েছে৷ হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, অ্যান্টিজেন পরীক্ষায় বাইডেনের করোনা ধরা পড়েছে৷ এর আগে চারবার তাঁর রিপোর্ট নেগেটিভই এসেছিল৷ তবে এবার রিপোর্ট পজিটিভ আসায় কোভিডবিধি মেনে আইসোলেশনে চলে গিয়েছেন বাইডেন৷
এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের যাবতীয় কর্মসূচি স্থগিত রাখা হয়েছে৷ রবিবারই তাঁর ডেলাওয়ার এবং মিশিগানে যাওয়ার কথা ছিল৷ টুইট করেও নিজের করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর দেন জো বাইডেন৷ তবে তাঁর কোনও উপসর্গ নেই বলেই জানান৷ আইসোলেশনে থেকেই দফতরের কাজকর্ম চালিয়ে যাবেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জেনও জানান, প্রেসিডেন্ট ভালো আছেন৷ তাঁর কোনও উপসর্গ নেই৷ আইসোলেশনে থেকে কাজকর্ম করছেন৷
৭৯ বছর বয়সী বাইডেনের টিকা নেওয়া সম্পূর্ণ৷ তাঁর ফাইজারের টিকা নেওয়া আছে৷ এমনকী দুটো বুস্টার ডোজও নিয়েছেন৷ তা সত্ত্বেও গত ২১ জুলাই প্রথমবার করোনায় আক্রান্ত হন তিনি৷ চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, বাইডেনের মৃদু উপসর্গ রয়েছে৷ দূর্বলতা, জ্বর, সর্দি ও কাশি রয়েছে৷ নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি৷ তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরও করোনা পরীক্ষা হয়৷ তবে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে৷

Share.
Leave A Reply

Exit mobile version