Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

ধাপে ধাপে বাড়তে থাকা মার্কিন ও দেশের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান সাথে আর বি এই ও মার্কিন ফেড ব্যাংকের সুদের হার বাড়ানো ইঙ্গিত দিনের শুরু তে ই নিচে র দিকে নামিয়ে আনে শেয়ার বাজার কে। পরে ক্যাপিটাল গুডস ও মেটাল সেক্টরের গতিতে আবারো ক্ষতিকে পুনরুদ্ধার করে তোলে দুই বাজার সূচক। দিনের শেষে ০.০৬ শতাংশ উপরে অর্থাৎ ১৭৫৩৪ ও ০.৬০ শতাংশ নিচে অর্থাৎ ৫৮৮১৭ র ঘরেই বন্ধ হয় সেনসেক্স।

জুলাই মাসে মার্কিন CPI মুদ্রাস্ফীতি জুনের মূল্যস্ফীতির মাত্রার সাথে সামঞ্জস্য রেখে উচ্চই থাকবে বলে অনুমান করা হয়েছে। এটি, অধিক মাত্রায় হারানো চাকরির তথ্য সহ, উচ্চ মুদ্রাস্ফীতির মাত্রায় লাগাম টেনে ধরার জন্য ফেডকে কঠোর পন্থা অবলম্বন করতে বাধ্য করবে। আবার গত জুন মাসের তুলনায় জুলাই মাসে প্রায় ১,৪৮.৯৯৫ কোটির আয় হয় গুডস এন্ড সার্ভিস ট্যাক্স থেকে। জি এস টি শুরু র থেকে এই আয় দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের জুলাই মাসের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি এই সংগ্রহ । অর্থাৎ ভারতীয় অর্থনীতির মুজবুতির সাথেই বেশ কিছু দিন বেড়ে ওঠে শেয়ার বাজার।

কিন্তু চিন্তার বিষয় হলো বাড়তে থাকা মুদ্রাস্ফীতি ভাঁজ ফেলছে নাগরিক সমাজে। জি এসটি র আদায় ভালো হলেও একই সাথে বেড়ে যায় জিনিসের দাম, দই ও মাখন দুধর দাম। এর সাথেই ৫ শতাংশ বেড়ে ওঠে গুড় , চিনি ও মধুর , চাল , গমের দাম। ১২ শতাংশ বেড়ে ওঠে হোটেল ভাড়া ও চামড়ার দ্রব্যের দাম। হসপিটালের কেবিন খরচ বাড়ে ৫ শতাংশ , ১৮ শতাংশ হরে বাড়ে পেন পেন্সিল ও শার্পেনারর দাম। তাই ৫০ বেসিস পয়েন্ট থেমে থাকবে না আর আরবি আইয়ের সুদের হার।

হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ইউপিএল, অ্যাপোলো হাসপাতাল, কোল ইন্ডিয়া এবং টাটা স্টিল প্রধান নিফটি লাভকারীদের মধ্যে ছিল। ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে বাজাজ ফাইন্যান্স, এনটিপিসি, ওএনজিসি, এইচসিএল টেকনোলজিস এবং আদানি পোর্টস। সেক্টোরিয়াল ফ্রন্টে নিফটি অটো প্রথম দিকে ক্ষতির রেখেই হলেও বন্ধ হয় ০.১৮ শতাংশ উপরে , নিফটি মেটাল ইতিবাচক বাড়ে ১.৬ শতাংশ। নিফটি ফিনান্সিয়াল পরিষেবা বাড়ে ০.০১ শতাংশ। নিফটি ফার্মা বাড়ে ০.০৮ শতাংশ। ক্ষতির তালিকায় রয়েছে নিফটি এফ এম সি জি , নিফটি ৫০০ স্মল ক্যাপ ও মিড্ ক্যাপ ৫০।

প্রতিদিনের চার্টে আজ তৈরী হয় বেয়ারিশ হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল যার সংকেত আরো নিচের দিকে নেমে আশা। অন্যদিকে ১৭৭০০ র দিকে রয়েছে নিফটির সর্বোচ্চ উচ্চতা যার থেকেই বার বার মেনেছে নিচের দিকেই। আবার ১৭৩৫০ কে ধরে রাখতে পারলে তবেই অব্যাহত থাকবে বুল রান। ১৭ ,৭৫০ -১৭ ,৮০০ -এর দিকে বিক্রির চাপকে আকর্ষণ করতে পারে।

ব্যাঙ্ক নিফটিও ৩৮ ,২৯৯ এ সামান্য বেশি খোলার পরে পুরো সেশন জুড়ে অস্থির ছিল। এর পরেই দিনের সর্বোচ্চ যায় ৩৮৪০৩পরে দিনের সর্ব নিম্ন্য ৩৮১৫৫ কে ছুঁয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৩৮ ,২৮৮ এ বন্ধ হয়।

Share.
Leave A Reply

Exit mobile version