কলকাতা ব্যুরো: গালওয়ানের পর পাংগং হ্রদ। কিছুদিন স্থিতাবস্থা বজায় থাকার পর ফের উত্তেজনা পূর্ব লাদাখ সীমান্তে। ভারতীয় সেনাবাহিনী জানাচ্ছে, শনি ও রবিবার পাংগং হ্রদের দক্ষিণ পাড়ে স্থিতাবস্থার শর্ত লঙ্ঘন করে পিপলস লিবেড়াশন আর্মি ( পিএলএ) আক্রমণাত্মক অবস্থান নেয়। যদিও আক্রমণের চরিত্র কেমন ছিল, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি ভারতীয় সেনার তরফে। আপাতত চিনা সোনাবাহিনীকে রুখে দেওয়া গেলেও, ভারত-চিন সীমান্তে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য, দুই দেশের সেনা এবং কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে গৃহীত শর্ত লঙ্ঘণ করেছে পিএলএ।

আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের লক্ষ্যে শুরু হয়েছে ফ্ল্যাগ মিটিং। একইসঙ্গে ওই এলাকায় ভারতীয় সেনার তরফে বাড়ানো শুরু হয়েছে সেনা মজুত। সেখানে পৌঁছাচ্ছে সারি সারি সেনা ট্রাক। ভারতীয় আর্মির জন সংযোগ আধিকারিক আমন আনন্দ জানান, আমরা আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠার পক্ষে। কিন্তু দেশের সীমান্ত রক্ষার দায়িত্বও আমাদের রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version