কলকাতা ব্যুরো : লকডাউনের জেরে বাংলাদেশে আটক হয়ে আছেন আড়াই হাজারের বেশি ভারতীয়। কেন্দ্রের আর্জি মেনে তাঁদের দেশে ফেরানোর প্রচেষ্টা শুরু করেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, ভারত বাংলাদেশ স্থলবন্দর পেট্রাপোল দিয়ে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফেরানোর অনুমতির জন্য কয়েক সপ্তাহ আগে রাজ্য সরকারকে চিঠি দেয় কেন্দ্র। রাজ্য সরকার থেকে জানানো হয় ওই দেশ থেকে ফেরা নাগরিকদের স্ক্রিনিংয়ের ব্যাবস্থা করলেই সব জটিলতা দূর হয়ে যাবে।

গত মার্চ থেকে পশ্চিমবাংলার ২৩৯৯ জন বাসিন্দা আটকে রয়েছেন বাংলাদেশে। কেন্দ্রের আর্জি পশ্চিমবঙ্গের ৬ টি ভারত – বাংলাদেশ স্থলবন্দরের মধ্যে অন্তত দুটি দিয়ে যেনো বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করা হয়। এই বিষয় দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের এক অধিকারিক জানিয়েছেন, কেন্দ্রের আর্জি মেনে সীমান্ত পথেই বাংলাদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version