কলকাতা ব্যুরো: লাদাখে উত্তেজনার পারদ যখন চড়ছে তখনই অরুণাচল প্রদেশ থেকে পাঁচ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ উঠলো চিনা সেনার বিরুদ্ধে। আর যেদিন সেই অপহরণের অভিযোগ উঠল অরুণাচলে, সেদিনই তিন চিনা নাগরিককে দুর্গম পাহাড় থেকে উদ্ধার করে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়ার খবর সামনে এলো ভারতীয় সেনার সৌজন্যে।

দুদিন আগে উত্তর সিকিমের প্লেটেউ এলাকায় পথ ভুলে তিন চিনা নাগরিক গাড়ি নিয়ে ১৭৫০০ ফুট উপরে দুর্গম পাহাড়ে হারিয়ে গিয়েছিলেন। গাড়ি নিয়ে তারা ভুল করে এতটাই দুর্গম জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে মাইনাস শূন্য ডিগ্রী শীতলতায় তারা অসুস্থ হয়ে পড়েন। সেখানে ভারতীয় সেনা তাদের দ্রুত উদ্ধার করে অক্সিজেনের বন্দোবস্ত করে। ঠান্ডায় অসুস্থ হয়ে পড়া দুই পুরুষ ও এক মহিলাকে খাবার এবং শীত পোশাকের ব্যবস্থা করেন ভারতীয় সেনারা। দীর্ঘক্ষন তাদের সেবা করার পর ওর চিনা নাগরিকদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক পথে পাঠিয়ে দেন।

সেনাবাহিনীর দাবি, ওই তিন চিনা নাগরিক সেনার থেকে সাহায্য পেয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন। অথচ চিনের বিরুদ্ধে অরুণাচলের প্রত্যন্ত সীমান্ত এলাকা থেকে পাঁচ মৎসজীবীকে অপহরণের ঘটনায় এখনও পর্যন্ত কোন খবর নেই। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে অরুণাচলে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে উত্তর সিকিমে প্রত্যন্ত এলাকায় বিদেশি নাগরিকদের প্রতি ভারতীয় সেনার এই সৌজন্যে নজির হিসেবে দেখাতে চায় সেনাবাহিনী।

Share.
Leave A Reply

Exit mobile version