কলকাতা ব্যুরো: ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার একদিনে চিনের আর্থিক ক্ষতির পরিমান দাঁড়ালো প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২ সেপ্টেম্বর পাবজি সহ নতুন করে ১১৮ টি চিনা আপ নিষিদ্ধ হওয়ায় একদিনেই ক্ষতির পরিমাণ দাঁড়ালো প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার। সংস্থার শেয়ার কমে গেলো ২ শতাংশ। যা চিনের পক্ষে এক বড় ক্ষতি। কারণ ভারতই রয়েছে পাবজি গেমের বড় বাজার। প্রায় সাড়ে ১৭ কোটি মোবাইল গ্রাহকই জনপ্রিয় এই মোবাইল গেমটি খেলেন।

পুলওয়ামায় পাক জঙ্গিদের হামলার জবাব দিতে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলো ভারত। আর লাদাখে চিনা সেনার বাড়াবাড়ির জবাব দিতে প্রথমে দুই দফায় টিকটক, ইউসি ব্রাউজার সহ ৪৯ টি, পরে ২ সেপ্টেম্বর আরো ১১৮ টি চিনা আপ নিষিদ্ধ করে ভারত। যার মধ্যে রয়েছে পাবজি ও। এটাই এখন চালু কথায় প্রচলিত হয়ে গিয়েছে ভারতের ডিজিটাল স্ট্রাইক হিসেবে।

ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য বৃহস্পতিবার দাবি করেন, ভারত-চিনের মধ্যে খানিকটা যে উত্তেজনা চলছে তার সমাধান মিলেছে। যদিও বাস্তব পরিস্থিতি ও প্ৰস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে দুদিনের লে, লাদাখ সফরে রয়েছেন ভারতের আর্মি প্রধান মনোজ মুকুন্দ নারাবানে।

চিনের সঙ্গে ভারতের প্রায় ৩ হাজার ৪০০ কিলোমিটার সীমানায় ২৩ টি অঞ্চলকে ঘিরে বিবাদ রয়েছে। তার বেশ কয়েকটি রয়েছে অরুণাচল প্রদেশে। সেখানেও চিন হানা দিতে পারে ধরে নিয়ে ওই এলাকাগুলিতেও ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনা। সীমান্তবর্তী গ্রামগুলিতেও পৌঁছে গিয়েছে সেনা।

চিনের তরফে বলা হয়েছে, ভারত নিজে অপরাধ করে নিরপরাধ সাজার চেষ্টা করছে। চিনের সরকারি সমর্থিত সংবাদপত্র গ্লোবাল নিউজে আবার দাবি করা হয়েছে, রাশিয়ায় চিন ও ভারতের প্ররিরক্ষা মন্ত্রীর মধ্যে বৈঠকের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যদিও এমন কোনো সম্ভাবনা নেই বলে দিন দুয়েক আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছিলো।

Share.
Leave A Reply

Exit mobile version