বিলুপ্তির পথে ভারতের ৬০০ ভাষা

একাত্তরে পা রাখল অমর একুশ। মাতৃভাষার অধিকার নিয়ে এমন আন্দোলন যে কোনো অর্থেই নজিরবিহীন। কিন্তু মাতৃভাষার প্রতি দরদ কি আমাদের কমছে,ঘুরেফিরে উঠে আসে এই প্রশ্ন কারণ, পৃথিবীতে দু’হাজারের বেশি ভাষা অবলুপ্তির পথে। বিলুপ্তির পথে ভারতের ৬০০ ভাষা।বিশ্বজুড়ে কোনও ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যদি দশ হাজারের কম হয়ে যায় জাতিসংঘতখন সেই ভাষাকে ‘বিলুপ্ত প্রায়’ ভাষা হিসেবে গণ্য করে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ীশুধু মাত্র আমাদের দেশের ৬০০ ভাষাকে বিলুপ্ত প্রায় ভাষা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্বায়নের প্রভাবের হারিয়ে যাচ্ছে শত শত ভাষা। বিশ্বজুড়ে এখন যে ছয় হাজার ভাষায় মানুষ কথা বলে, তার মধ্যে ৪৩ শতাংশ ভাষাই বিপদগ্রস্ত। মাত্র কয়েকশো ভাষা শিক্ষাব্যবস্থা ও সরকারি কাজের ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারনেট দুনিয়ায় ব্যবহৃত হয় একশোরও কম ভাষা। সেই কারণে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার বিলু্প্তি এক কঠোর বাস্তবতায় পরিণত হয়েছে। অথচ একটি ভাষা যখন হারিয়ে যায়, তখন তার সঙ্গে হারিয়ে যায় তার সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতিও।

ভাষা গবেষক গণেশ নারায়ণ দেবীর থেকে জানা গিয়েছে, ভারতজুড়ে ব্যবহৃত ভাষা ৭৮০টি। হিমালয় অঞ্চলে শুধুমাত্র বরফের জন্যই রয়েছে ২০০ শব্দ। কিন্তু দেশটির ৬০০ ভাষা বিলুপ্ত হওয়ার পথে। গত ৬০ বছরে বিলুপ্ত হয়ে গেছে ২৫০টি ভাষা। বিলুপ্ত প্রায় ভাষাগুলির মধ্যে অনেক ভাষা আছে যেগুলিতে কথা বলেন মাত্র কয়েক জন মানুষ। গবেষক গণেশ নারায়ণের মতে, যখন একটি ভাষা হারিয়ে যায় তখন বিশ্বকে দেখার একটি পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত দৃষ্টিভঙ্গিই হারিয়ে যায়।

ভারতের সংবিধানে ২২টি ভাষা তালিকাভুক্ত রয়েছে, যা কি না দেশের ৯৬.৭১ শতাংশ নাগরিকের মাতৃভাষা। সংবিধানের অষ্টম অনুসূচী অনুযায়ী, অসমিয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কণী, মলয়ালি, মণিপুরী, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু, বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি ওই ২২টি ভাষা। সংবিধানের তালিকার বাইরেও ৯৯টি ভাষা রয়েছে, সর্বভারতীয় স্তরে যা ১০ হাজারের কম মানুষ ব্যবহার করেন রোজকার জীবনে।

আমাদের দেশের স্কুল, কলেজ ও সরকারি অফিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহিষ্ণুতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক আদেশে বিশ্ববিদ্যালয়গুলিকে বলেছে, শুধুমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের ওপর গুরুত্ব না দিয়ে দেশের অন্যান্য অঞ্চলের ভাষার ব্যবহারের ওপরও গুরুত্ব দিতে।

বিলুপ্তির পথে আড়াই হাজার ভাষা

ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী ৭ হাজার ভাষার প্রচলন রয়েছে। তবে উপভাষা বা প্রত্যন্ত অঞ্চলের কথোপকথনের মাধ্যমকে ধরলে ভারতেই মাতৃভাষার সংখ্যা ১৯ হাজার ৫০০।বিশ্বের সমস্ত ভাষাকে ধরলে ৯০ শতাংশ ভাষা বলার মানুষ মাত্র ১ লক্ষ। ১০ লক্ষের বেশি মানুষের মধ্যে ১৫০ থেকে ২০০টি ভাষা প্রচলিত।আবার এমন ৪৫টি ভাষা রয়েছে বিশ্বে, যা মাত্র এক জন করে মানুষই ব্যবহার করেন।ভারতে ১০ হাজারের বেশি মানুষের মধ্যে ১২১টি ভাষা কথোপকথনের জন্য প্রচলিত।কিন্তু যে ভাষায় কথা বলেন মানুষ, রোজকার জীবনে যে ভাষায় অভ্যস্ত, সেই ভাষায় শিক্ষার সুযোগ নেই বিশ্বের ৪০ শতাংশ মানুষের।

৭ হাজার ভাষার মধ্যে শুধুমাত্র এশিয়াতেই ২ হাজার ২০০ ভাষার প্রচলন রয়েছে। ইউরোপে এই সংখ্যা মাত্র ২৬০।ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হল ম্যান্ডারিন চিনা ভাষা, ইংরেজি, স্পেনীয়, হিন্দি, আরবী, বাংলা, রুশ, পর্তুগিজ, জাপানি, জার্মান এবং ফরাসি। এই মুহূর্তে গোটা বিশ্বে ২ হাজার ৫০০ ভাষা বিলুপ্তির পথে।সর্বাধিক ব্যবহৃত হরফ বা অক্ষরের মধ্যে রয়েছে আরবী, আর্মেনীয়, বাংলা, ব্রহ্মদেশীয়, চিনা লিপি, দেবনাগরী, গ্রিক, হিব্রু, জাপানি লিপি, কোরীয় লিপি, লাতিন, সিংহলী, তাই, তিব্বতি। সংস্কৃত, সুমেরীয়, হিব্রু এবং বাস্ক হল প্রাচীনতম ভাষা।১৭ শতক থেকে গোটা বিশ্বে ২০০টির বেশি ভাষার প্রবর্তন ঘটেছে। দর্শন, বাণিজ্য, আন্তর্জাতিক কথোপকথনের জন্য সেগুলি ব্যবহৃত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version