কলকাতা ব্যুরো: সালটা ১৯৯০।বাবরি মসজিদ ধ্বংসের তখনো পাক্কা দু’বছর বাকি। ন্যাশনাল ফ্রন্টের প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহ। যে সরকারকে বাইরে থেকে সমর্থন করছে একদিকে বিজেপি অন্যদিকে বামেরা।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং ভিএইপি-র সঙ্গে কোনো ফারাকই ছিলো না বিজেপির। বিজেপি-র তৎকালীন সভাপতি লালকৃষ্ণ আদবানি কয়েক হাজার কর সেবক নিয়ে গুজরাটের সোমনাথ থেকে শুরু করলেন রথযাত্রা। দিনটা ছিলো ২৫ সেপ্টেম্বর। পরিকল্পনা ছিলো, ৩০ অক্টোবর অযোধ্যায় শেষ হবে ওই পদযাত্রা।
কিন্তু বিহারেই তাঁর রথ আটকে দিলেন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। গ্রেপ্তার হলেন আদবানি। উত্তর প্রদেশের তৎকালীন মুলায়ম সিং যাদবের সরকার গ্রেপ্তার করলো বহু কর সেবককে।
বামেদের সঙ্গে সরকারের সমর্থক ছিলো লালু এবং মুলায়ম-র দলও।
কেন্দ্রীয় সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলো বিজেপি। পতন হলো, বিশ্বনাথ প্রতাপ সিং সরকারের।

Share.
Leave A Reply

Exit mobile version