কলকাতা ৩৬১ ব্যুরো: আগামী দুমাসে আরো বাড়বে তো বটেই, বরং তুঙ্গে পৌঁছাবে করোনা সংক্রমণ। বুধবার এই মর্মেই রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। তারমধ্যে শুধু কলকাতায় ৪২৫ জন। এদিন পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগামী দুমাসে পিকে পৌঁছাবে করোনা সংক্রমণ। এ শুধু সরকারের লড়াই নয়, সবার লড়াই।

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সমালোচনায় প্রথম থেকেই সরব বিরোধীরা। এদিন তাদের উদ্দেশ্য করে মমতা বলেন, এখন ডার্টি পলিটিক্স করবেন না। এটা সেই সময় নয়।

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সমালোচনায় প্রথম থেকেই সরব বিরোধীরা। এদিন তাদের উদ্দেশ্য করে মমতা বলেন, এখন ডার্টি পলিটিক্স করবেন না। এটা সেই সময় নয়। দুমাস বাদেই পুজোম পুজোটাও তো করতে হবে। মুখ্যমন্ত্রী বললেন বটে কিন্তু এ বছরের পুজোটা আদৌ জাকজমক সহকারে করা যাবে কিনা নাকি নাম যা ওয়াস্তে সারতে হবে তা নিয়েই চিন্তিত পুজোর উদ্যোক্তারা। চিন্তিত সাধারণ মানুষও।


এদিন দেশে করোনা সংক্রামিতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার। রাজ্যে যে সমস্ত কোভিড যোদ্ধা মারা গিয়েছেন তাঁদের সকলের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওই কাজ করতে গিয়ে যারা অসুস্থ হয়েছেন তাদেরকেও মানপত্র দেওয়ার ঘোষণা করেন তিনি।
এদিকে করোনা মোকাবিলায় শুধুমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতেই নয়, তার সংলগ্ন এলাকাগুলিতেও বেশ কিছু কড়া নিয়ন্ত্রণ জারি করেছে রাজ্য। উত্তরবঙ্গে আপাতত সার্বিক লকডাউন জারি হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির মতো শহরগুলোতে।

Share.
Leave A Reply

Exit mobile version