কলকাতা ব্যুরো: ‘বাঘের রাজ্য’ মধ্যপ্রদেশে আবারো বাঘের সংখ্যা বাড়লো। মধ্যপ্রদেশ বনদপ্তর এর দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে বর্তমানে ৬৭৫ টি বাঘ রয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন জঙ্গলে। এদের মধ্যে ১২৫ টি বাচ্চা। যদিও গত ১৯ বছরের এরাজ্যে ২৯০ টি বাঘের বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বনদপ্তর।

মূলত বান্ধবগড়, কানহা, পেঞ্চ এবং সাতপুরার পাশাপাশি সঞ্জয় গান্ধী রিজার্ভ ফরেস্ট এই বাঘেরা রয়েছে। বছর বছর এরাজ্যে বাঘের সংখ্যা বাড়ছে। কিন্তু বনদপ্তর হিসেব অনুযায়ী, ২০০২ সাল থেকে এপর্যন্ত ২৯০ টি বাঘ মারা গেছে। যার বেশিরভাগটাই মারা গিয়েছে বার্ধক্যজনিত কারণে। আর সামান্য কিছু মারা গিয়েছে চোরা শিকারিদের হতে। তার পরেও দেশের মধ্যে বাঘের সংখ্যার নিরিখে এখনো সর্বোচ্চ তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ।

Share.
Leave A Reply

Exit mobile version