কলকাতা ব্যুরো: যেমন রাজ্যে, তেমন দেশে, করোনা সংক্রমণের গ্রাফটা কোথাও নিম্নমুখী নয়। বৃহস্পতিবার দেশে আরও বাড়ল সংক্রমণ ও মৃত্যু। অন্যদিকে আবার দৈনিক সুস্থতার সংখ্যা আগের চেয়ে কমে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৫৬,২৮২। ফলে মোট আক্রান্তের সংখ্যা আজ সাড়ে ১৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে দেখা যাচ্ছে, সংখ্যাটা আজ সকালে ১৯,৬৪,৫৩৭। কালকের মধ্যে ২০ লক্ষ ছাপিয়ে যাওয়া একরকম নিশ্চিতই। একদিনে মৃত্যুর পরিসংখ্যানটাও অনেক বাড়লো। একদিনে ৯০৪। দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা এর ফলে ৪০ হাজার ছাড়িয়ে গেল। ৪০,৬৯৯। একদিনে সুস্থ হলেন ৪৬,১২১। দেশে মোট সুস্থ ১৩,২৮,৩৩৬। রামনামে সংক্রমণ নিরাময় হবে কী, এই প্রশ্ন এখন দেশ জুড়ে।
দৈনিক সংক্রমণে আজও ভারত বিশ্বে এক নম্বরে। মোট সংক্রমণে বিশ্বে প্রথম আমেরিকাতেও আজ সংক্রমণ ৫০ হাজারের নীচে। আর ভারতে লাগাতার এক সপ্তাহ দৈনিক সংক্রমণ ৫০ হাজারের বেশ খানিকটা ওপরে।

Share.
Leave A Reply

Exit mobile version