কলকাতা ব্যুরো: ২০১৬ সালের আপার প্রাইমারির সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিলো হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, নিয়োগের যত প্রসেস তৈরি হয়েছিল সব বাতিল করা হলো। একই সঙ্গে আগামী দিনে কিভাবে এবং কত দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সে ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে দেখা যাচ্ছে জানুয়ারি মাস থেকে ৩১ জুলাই এর মধ্যে সমস্ত রকম প্রক্রিয়া শেষ করে নিয়োগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।

২০১২ ও ২০১৫ সালের টেট উত্তীর্ণরা ২০১৬ সালের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন। প্রায় সাড়ে ১৪ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেখানে যথেচ্ছ বেআইনি এবং দুর্নীতির অভিযোগে মামলা দীর্ঘদিন ধরে শুনানি হয়। দীর্ঘ মামলা চলার পর গত মাসে তার শুনানি শেষ হয়। এদিন হাইকোর্ট তার রায়ে স্পষ্ট করে দিয়েছে, যে ওই নিয়োগে কোনরকম প্রক্রিয়ায় মানা হয়নি। তাই একেবারে প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে, ধারণা আইনজীবিদের একাংশের।

এমনকি এই নিয়োগ প্রক্রিয়ার জন্য জেলায় জেলায় স্থানীয় স্তরে অনেক রকম স্বজনপোষণের অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। আদালতের এই রায়ে সেই অভিযোগের সত্যতা প্রমাণ করলো বলে দাবি মামলাকারীদের আইনজীবীদের।

Share.
Leave A Reply

Exit mobile version