কলকাতা ব্যুরো: মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ২৪ ঘন্টা পরেও নাকাল দার্জিলিং। শিলিগুড়ির বহু এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলোতে। মালবাজার এলাকায় ধরলা, শালডাঙা সহ বিভিন্ন নদীর জলে জলমগ্ন গোটা গ্রাম। সকলেই আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর।


টানা বৃষ্টিতে দার্জিলিং পানিঘাটার দুধিয়া সেতু সংলগ্ন রাস্তায় ধ্বস নেমেছে l পাংখাবাড়ি রোড ধ্বসের কবলে পড়েছে। শিলিগুড়ির দাগাপুরে পঞ্চনই নদীর উপর সেতুর অংশ ধ্বসে গিয়েছে নদীতে l যান চলাচল ব্যাহত হয়েছে শুকনা হয়ে দার্জিলিং রুটে l শিলিগুড়ির বেশ কিছু নিচু এলাকার রাস্তা ও বাড়িতে জল ঢুকে যাওয়ায় বিপদ বেরেছে।
প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির জংশন পাতিকলোনির কাছে লোহার সেতুটি। আশংঙ্কা যে কোনও সময় ভেসে যেতে পারে সেতুটি। প্রশাসনের তরফে লোহার সেতুটি বন্ধ করে দাওয়া হয়েছে l

Share.
Leave A Reply

Exit mobile version