কলকাতা ব্যুরো: একটানা বৃষ্টির জেরে হড়পা বান শুরু হল উত্তরাখণ্ডের দেরাদুনে। শনিবার ভোর থেকেই মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে। অত্যাধিক বৃষ্টির জেরে বেশ কয়েকজন আটকে পড়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু করা হয়েছে উদ্ধারকাজ।

দেরাদুনের সারখেত গ্রামে বৃষ্টির শুরু হতেই হড়পা বান নামে ওই এলাকায়। আটকে পড়েন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ বাহিনী। শুরু করা হয় উদ্ধারকাজ। জেলা প্রসাশন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামবাসীদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। কয়েকজন আশেপাশের রিসর্টে আশ্রয় নিয়েছেন। ভারী বৃষ্টির জেরে তোতাঘাটি ও তিনধারায় যাতায়াতের পথও বন্ধ হয়ে গিয়েছে। একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে।
এদিকে, বৃষ্টির জেরে তপকেশ্বর মহাদেব মন্দিরও জলমগ্ন হয়ে পড়েছে। পাশ থেকে বয়ে যাওয়া তমসা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।

অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের কাটরাতেও হড়পা বান নেমেছে। লাগাতার বৃষ্টি ও হড়পা বানের কারণে আপাতত বৈষ্ণদেবীর যাত্রা বন্ধ রাখা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version