Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

সপ্তাহের ৩ দিন ব্যাপক বুল রানের পর কাল ও আজ প্রায় ২ শতাংশের নিচে নেমে আসে বি এস ই সেনসেক্স ও নিফটি। নিফটি আজ প্রায় ৩৪৬ পয়েন্ট নিচে নেমে ১৭৫৩০ র দিকে চলে আসে সেই সাথে ব্যাপক হরে ১০৯৩ পয়েন্ট নেমে আসে সেনসেক্স এখন ৫৮৮৪০ র ঘরে শেষ করে সপ্তাহ।

বিশ্বব্যাংকের মূল্যায়নের পর বিশ্ব ও ভারতের বাজারে এই ভাবে বাজার নেমে আসার কার। ওয়ার্ল্ড ব্যাংকের মতে বিশ্ব একটি বৈশ্বিক মন্দার দিকে যেতে পারে তাই সামনেই রয়েছে মার্কিন ফেডারেল ব্যাঙ্কের বৈঠক । মার্কিন সংবাদ মাধ্যমের মতে আরো ৭৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে সুদের হার , একই সাথে ভারতের বাজারে মূল্য বৃদ্ধির বেড়ে আবার ৭ শতাংশের ঘরে , ফেডের মতনই একই পথে যেতে পারে আর বি আই। ক্রমাগত মুদ্রাস্ফীতি মোকাবেলায় সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি একযোগে সুদের হার বাড়াচ্ছে ।

ক্রমবর্ধমান ফলন এবং ডলার সূচকের মধ্যে বিশ্বব্যাপী স্টক থেকে ক্রমাগত বিয়ারিশ চাপের পরেও ভারতীয় বাজার এত দিন বুল রান ধরে রাখলেও বিশ্বর মন্দার প্রবণতার কাছে দুই দিনে আত্মসমর্পণ করেছে। গত দুই দিনে বিশ্ব বিনিয়োগ সংখ্যা বা এফ আই আই বিক্রি করে ১২৭০ কোটির শেয়ার , একই সাথে বিক্রির ভয় পেয়ে বাজার থেকে সমান ভাবে পারি ৯২৯ কোটির শেয়ার বিক্রি করে ঘরেলু বিনিয়োগ সংখ্যা বা ডি আই আই গুলি।

ভারতের শেয়ার বাজারের মতনই ভারতের অর্থনৈতিক বিকাশের রেটিং কেও কম করা হয়। এফ আই টি সি এএইচ র মতে ৭.৮ কে কম করে ভারতের অর্থনীতি বাড়বে ৭ শতাংশের হরে। এই ছাড়াও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং পণ্যের দামের অগ্রগতি এবং আইটি স্টকের পতনের ফলে শেয়ার বাজারের পতনের সেন্টিমেন্টকে আরও বাড়িয়ে তুলেছে।

নিফটি আইটি সূচক বিনিয়োগকারীদের আস্থা হারাতে থাকে কারণ এটি আজ একটি বিশাল ৩ .৭১ শতাংশ হ্রাস পেয়েছে। ফেডের ও আর বি আই র হার বৃদ্ধির উদ্বেগগুলি নিফটি রিয়েলটি সূচককে বিপর্যস্ত করেছে যা ৩ .৭২ শতাংশের ক্ষতির সাথে প্রথম স্থানে থাকে। এর পরেই রয়েছে নিফটি অটো ২ .৭ শতাংশ কমেছে , নিফটি মেটাল এবং এফএমসিজি সূচকগুলি ২ শতাংশের কাছাকাছি কমেছে।

নিফটির পতন হলেও বেড়ে দাঁড়ায় চিপলা ও ইন্দাস ব্যাঙ্ক। সব চেয়ে বেশি নিচে নেমে আসে ইউ পি এল , টাটা কনজিউমার প্রোডাক্টস, টেক মাহিন্দ্রা, আল্ট্রাটেক সিমেন্ট এবং ইনফোসিস ৩ .৯ থেকে ৫ .৩ শতাংশের মধ্যে ক্ষতির সাথে নিফটিতে শীর্ষ লোকসানকারী ছিল।

নিফটি তার দৈনিক সময়সীমায়, চলমান গড়, ২০ দিনের সূচকীয় চলমান গড়ের নীচে নেমে গেছে ( EMA১৭ ,৬৮১ )। যদি সূচকটি ১৭ ,৫০০ ধরে রাখতে পারে তবে এটি উপরের দিকে যাওয়ার মোটামুটি সম্ভাবনা রয়েছে , তাছাড়া নিচের দিকে এলে আস্তে পারে ১৭৩০০ দিকে। উচ্চ প্রান্তে, প্রতিরোধ এলাকা রয়েছে ১৭ ,৭ ০০ । ১৮.৪ থেকে বেড়ে ১৯.৮ হয় অস্থিরতা ইন্ডিয়া ভিক্স এ অর্থাৎ আগামী সপ্তাহে পার্শবর্তী হতে পারে নিফটি।

ব্যাঙ্ক নিফটি ২৩০ -এরও বেশি পয়েন্ট কমিয়ে ৪০ ,৯৭৭ -এ খুলেছে এবংনিফটির সাথেসঙ্গতিপূর্ণ হয়েছে। পরে ৪৩২ পয়েন্ট কমে ৪০ ,৭৭৭ এ বন্ধ হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version