কলকাতা ব্যুরো: মধুরেন সমাপয়েৎ নিঃসন্দেহে। তবে কাঁটা বিঁধিয়ে রাখলেন ধুরন্ধর রাজনীতিবিদ অশোক গেহলট। বললেন বটে যে, আপনজন তো আপনই হয়, কিন্তু খোঁচাটাও দিলেন এই বলে যে, বিদ্রোহী ১৮ জন বিধায়কের সমর্থন না পেলেও তাঁর সরকার পড়ে যাবে না।

শুক্রবার রাজস্থান বিধানসভার অধিবেশন ডেকেছেন গেহলট। অধিবেশনে আস্থা ভোট হলে জেতার ব্যাপারে তিনি নিঃসংশয়। ১০০ বিধায়কের সমর্থন প্রথম থেকেই তাঁর সঙ্গে ছিল। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর উদ্যোগে এখন শচিন পাইলটের অনুগামী ১৮ বিধায়কের সমর্থনও এখন রাজস্থানের মুখ্যমন্ত্রীর পকেটে। গত সপ্তাহেও নিকম্মা বলে পাইলটকে গাল দিয়েছিলেন গেহলট। সেজন্য তিন দিন আগে জয়পুরে ফিরে পাইলট বলেছিলেন, তিনি ব্যাথিত।

তারপরেও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে বিধায়কদের বৈঠকে কংগ্রেসে অল ইজ ওয়েল ভাব ফুটিয়ে তোলার চেষ্টা হল। রাজনীতিতেই সব সম্ভব। যাঁকে নিকম্মা বলেছিলেন গেহলট, রাজনীতির প্যাঁচে তাঁকেই আপনজন বললেন।

Share.
Leave A Reply

Exit mobile version