কলকাতা ব্যুরো: নিখরচায় শহরে করোনা পরীক্ষার সুযোগ করে দিলো কলকাতা পুরসভা।
শহরের কোনো আবাসন, ক্লাব বা প্রতিষ্ঠানের ন্যূনতম ২০ জন কোভিড পরীক্ষা করাতে চাইলে তাঁদের জন্য বিনে পয়সায় রেপিড এন্টিজেন টেস্ট করাবে পুরসভা। শনিবার আজ এ ব্যাপারে রক্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে পুরসভার তরফে। তাতে একেবারে পেশাদার ভাষায় আকর্ষণ, কোভিড টেস্টিং ইন ইউর ডোর স্টেপ। সেখানে পরীক্ষায় ইচ্ছুকদের যোগাযোগের জন্য দেওয়া হয়েছে হোয়াটসআপ নম্বর ৯৮৩০০৩৭৪৯৩।
পুরপ্রশাসকবোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম আজ এই কথা জানিয়ে বলেন,’যারা কোভিড পরীক্ষা করানোর উদ্যোগ নেবেন সেই আবাসন বা ক্লাবের নাম, ঠিকানা ও কতজন পরীক্ষা করাতে ইচ্ছুক সেই তথ্য বিজ্ঞাপনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিলে পুরসভার তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।


পুরোকর্মীরাই পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেবেন আগ্রহীদের। পুরসভার স্বাস্থ্যকর্মীরা মোবাইল ভ্যান নিয়ে নির্দিষ্ট দিনে সেই ঠিকানায় পৌঁছে যাবেন। তবে বাড়ি বাড়ি গিয়ে নয়, পুরসভার পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীদের একটি বড় হলে জমায়ায় করতে হবে স্বাস্থ্যকর্মীদের কাজের সুবিধা জন্য।
আবার সেই হলঘর শীততাপ নিয়ন্ত্রিত হতে হবে। উপসর্গ থাকা সত্ত্বেও এই পরীক্ষায় যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদের স্থানীয় পুরস্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হবে।
কলকাতা পুরসভার পাঁচজন স্থায়ী কর্মী ও এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর প্রেক্ষিতে পুরসভার স্বাস্থ্য কর্মী, সাফাইকর্মীদের মতো করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা কর্মীদের সুরক্ষায় দুটি কর্মী সংগঠনের থেকে ফিরহাদ হাকিমের হাতে একহাজার পিপিই ও পাঁচ লিটারের ৭০০ স্যানিটাইজারের জার তুলে দেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version