লিলুয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, একই অভিযোগ টালিগঞ্জে– শনিবার সকালবেলা লিলুয়ায় এক বিজেপি সমর্থক পরিবার অভিযোগ করলেন যে তাঁদের ভোট তাঁরা দিতেই পারলেন না। এই অভিযোগ তাঁরা করেন তৃণমূলের বিরুদ্ধে। এই ছাপ্পা ভোটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান অই পরিবার। এই খবর পেয়ে বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া ঘটনাস্থলে পৌঁছে যান। অন্যদিকে টালিগঞ্জের একটি বুথেও তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ আনলেন বাবুল সুপ্রিয়।

কসবায় ভোটারদের কাছ থেকে ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে নেয়ার অভিযোগ তৃনমূল-এর বিরুদ্ধে উঠেছে। সূত্রে জানা গিয়েছে যে তৃণমূল সমর্থক রা গতকাল রাত্রে তাদের থেকে তাদের ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যায় এবং তাদের জানানো হয় যে আজকে রাত্রিবেলা অর্থাৎ ভোট শেষ হলে ভোটার কার্ড ফেরত দেয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই অঞ্চলের বাসিন্দারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ভাঙ্গড়ের উত্তর গাজীপুর ক্যাম্পেইন তৃণমূল এজেন্টের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা এক নকল ইভিএম মেশিন বানিয়ে ভোটারদেরকে ভোট দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছে।

উত্তর হাওড়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সকাল থেকে ডবসন রোড, ওয়াটকিনস লেন, সালকিয়া স্কুল রোড, প্রভৃতি এলাকায় বোমা বাজি করছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে বলেও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ বিজেপি প্রার্থী। বেশ কয়েকটি বহুতলে দুষ্কৃতীদের এনে তৃণমূল জড়ো করে রেখেছে বলে তার অভিযোগ।

উত্তর হাওড়ার বামুনগাছি সেন্ট্রাল স্কুলে স্লো ভোটিঙের অভিযোগ বিজেপির

১৭৪ সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ২৮১ নং বুথ কন্যামনি স্কুলের বুথে তৃনমূল বিজেপি এজেন্টদের মধ্যে ঝামেলা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছে পরিস্থিতি সামাল দেয়।

চাঁপদানী কেন্দ্রের শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ২২৮ নম্বর বুথে লুকিয়ে ভোটদানের ছবি তোলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। পুলিশ আটক করেছে।

হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের দাস নগর থানা এলাকায় এক সক্রিয় তৃণমূল কর্মীর বাড়িতে হুমকি চিঠি। পুলিশ চিঠি খতিয়ে দেখছে

ভাঙর সোনারপুর রোড অবরোধ গ্রাম বাসীদের
Share.
Leave A Reply

Exit mobile version