সিপিএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো, অভিযোগের তির তৃণমূলের দিকে – চতুর্থ দফার ভোট শুরু হওয়ার সাথে সাথেই যেমন রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে গন্ডগোলের খবর উঠে আসছে, তারই মধ্যে একটি হলো যাদবপুরের গাঙ্গুলি বাগান এর রায়পুরার একটি বুথ। অভিযোগ উঠল সিপিএমের এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়ার। জানা যাচ্ছে ওই সিপিএম এজেন্ট অভিযোগ করেছেন যে বুথে ভোটারদের চিহ্নিত করে দেওয়ার পরই তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়া হয়। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে যদিও শাসক দল এই অভিযোগ মানতে নারাজ।

বন্ধ ইভিএম, বন্ধ ভোট – মাদারিহাট, উলুবেড়িয়ায় ঝুলন্ত দেহ – শনিবার সকাল থেকেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ১৮/১৪৪ নং বুথের ইভিএম মেশিন সকাল থেকেই বিকল হয়ে পড়ে আছে। ফলে এখনও শুরু হয়নি ভোটদান। বুথের বাইরে জমে গিয়েছে ভোটারদের বিরাট লাইন। অন্যদিকে উলুবেড়িয়ায় পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮নং ওয়ার্ডে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় শ্যামসুন্দরচক দশবাগার একটা বাড়ি থেকে।

চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ – চুঁচুড়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করে একদল দুষ্কৃতী। হাতে চোট পেয়েছেন লকেট। গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। লকেটের বক্তব্য বুথে ছাপ্পা ভোট চলছে বলে তিনি খবর পান। এই পরস্থিতি দেখতে এসেই এই দূর্যোগের সম্মুখীন হন লকেট। অন্যদিকে আর এক দল মানুষের দাবি যে লকেট বার বার এই বুথে এসে অশান্তি সৃষ্টি করছেন লকেট চট্টোপাধ্যায়।

Share.
Leave A Reply

Exit mobile version