কলকাতা ব্যুরো : লকডাউনে বেকারত্বের সমস্যা চরমে। কাজ নেই বহু মানুষের। ছাত্রদের উপার্জনের পথ দেখাচ্ছে এবার ফ্লিপকার্ট। কাজ শিখতে শিখতে উপার্জনের সুযোগ করে দিচ্ছে। চালু হতে চলেছে ইন্টার্নশিপ। মেয়াদ ৪৫ দিন। যেদিন কাজে যোগ দেবে সেদিন থেকেই ৫০০ টাকা করে পেতে শুরু করবেন তারা। সর্বোচ্চ ৬০০ টাকা ও মিলতে পারে। জানা গেছে এটি ফ্লিপকার্টয়ের লঞ্চ্যাপ্যাড প্রজেক্টের উদ্যোগ। ফ্লিপকার্টয়ের তরফ থেকে জানানো হয় , ইন্টার্নশিপের জন্য ছাত্র বাছাই করা হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ইন্টার্নশিপে আগ্রহী ছাত্র কে কলেজ থেকে অনুমতি নিতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version