কলকাতা ব্যুরো: ল‍্যান্ড করার সময় দুর্ঘটনা। দু- টুকরো হয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রী বোঝাই বিমান। শুক্রবার সন্ধে ৭ টা ৪০ নাগাদ ভয়াবহ ঘটনাটি ঘটে কেরলের কোঝিকট বিমানবন্দরে। বন্দে ভারত মিশনের অংশ হিসাবে ১৯১ জন ভারতীয়কে দুবাই থেকে কেরল আনা হচ্ছিল। ল‍্যান্ড করার সময় রানওয়েতে পিছলে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। বড়সড় হতাহতের আশঙ্কা করা হলেও এখনো সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যাত্রীদের উদ্ধার করা গেলেও পাইলট ও কয়েক জন কেবিন ক্রু-র খোঁজ পাওয়া যাচ্ছে না বলে প্রাথমিকভাবে খবর।


বিমান মন্ত্রক প্রাথমিক ভাবে জানিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে বিমানটি নেমে আসে। কিন্তু এত বৃষ্টির জন্য সামনে দেখা যাচ্ছিল না। ফলে রানওয়ে সে করে বিমানটি মাটিতে নেমে ভেঙে দু’টুকরো হয়ে যায়।

Share.
Leave A Reply

Exit mobile version