কলকাতা ব্যুরো: অষ্টম দফার ভোট শেষ হওয়ার আগেই কলকাতার বেশকিছু বাজার কাল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাণিজ্য সংগঠনগুলি। চাঁদনি চক, ক্যানিং স্ট্রিট, এজরা স্ট্রিট, মেঙ্গো লেন, প্রিন্সেপ স্ট্রীট বাজারের মত যেখানে দৈনিক প্রয়োজনের জিনিসপত্র খুব বেশি বিক্রি হয় না, সেই বাজার গুলি আগামী চার দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন মনে করছে, পোস্তা, বড় বাজারের মত ফল সহ নিত্য প্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহৃত জিনিস বিক্রি হয়, সেখানে আপাতত বাজার বন্ধ করা না হলেও, আগামীতে এই ধরনের আরও কিছু বাজার সাময়িক বন্ধ করে করোনার থাবা থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতে হবে।


করোনা বাড়তে থাকায় ইতিমধ্যে বরানগর এবং কামারহাটি এলাকার বড়বাজার গুলি দিনের নির্দিষ্ট সময়ের পর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়ে গিয়েছে। বেলা দুটোর পরে এই দুই শহরে বাজার বড়বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে সকালের দিকে করোনা বিধি মেনে যাতে ক্রেতা-বিক্রেতারা নিজেদের কাজকর্ম করেন, সে ব্যাপারে নজরদারি চালাচ্ছে পুলিশ।
ভোট মেটার পর কলকাতায় কয়েকটি বাজার বন্ধ করে বাণিজ্য সংগঠনগুলি যে বার্তা দিল তাতে আগামীতে কলকাতার পুরো বাজার গুলির ক্ষেত্র একই বিধি চালু করা জরুরি বলে মনে করছেন নাগরিকরা।
কারণ পুরো বাজারগুলিতে কোন বিধি না মেনে একেবারে সাধারণ সময়ের মতোই ক্রেতা-বিক্রেতারা বাজার চালাচ্ছেন বলে অভিযোগ। মাস্ক ব্যবহার না করা, দূরত্ব বজায় রাখা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার দায় উধাও, সব পক্ষের প্রথম দফায় বাজারগুলির সামনে স্যানিটাইজ করার জন্য জল সাবান থেকে থেকে শুরু করে পরিচ্ছন্নতার বিষয় গুলি রাখা ছিল। কিন্তু গত কয়েক মাসে সে সব উধাও হয়ে গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version