কলকাতা ব্যুরো: দুর্গাপূজা শুরুর ১৫ দিন আগেও মাত্র সামান্য কিছু পুজোর উদ্যোক্তারা কলকাতা পুলিশের কাছে অনলাইনে আবেদন করে অনুমতি চেয়েছেন। যা গত বছরের তুলনায় কম। গতবছর প্রথম দিনই ২৪০ টি পুজোর উদ্যোক্তারা অনুমতি নিয়েছিলেন। গতবছর আড়াই হাজার মত পুজো কমিটি আবেদন করেছিল অনুমতির জন্য।
এবারে প্রথম ৪৮ ঘণ্টায় সেই অনুমতি নেওয়ার প্রবণতা যথেষ্ট কম থাকলেও, পুলিশকর্তারা মনে করছেন, আগামী সপ্তাহে এই সংখ্যাটা বিপুলভাবে বেড়ে যাবে। কেননা এবছর মহামারীর কারণে এখনো পর্যন্ত বহু উদ্যোক্তা বুঝে উঠতে পারছেন না, কিভাবে সুষ্ঠুভাবে পুজোটা করা যাবে। এবার পুজো করার ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে করোনা ভীতি, তার থেকেও অর্থনৈতিক সংকট একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।
যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই এবার সব পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে সাহায্য করার আশ্বাস দিয়েছে। তারপরেও বিগ বাজেটের পুজোর ক্ষেত্রে আর্থিক মন্দা এবারে বড় সমস্যা এবার। আবার বহু পুজো নিজেরাই চাঁদা তোলার বন্ধ রেখেছে। বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তোলার থেকেও, তারা লিফলেট বিলি করে জানিয়ে দিচ্ছে, এবার আর চাঁদা নয়, যে যেমন পারবেন, তারাই উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে দিয়ে আসতে পারবেন। আবার যারা চাঁদা কাটতে যাচ্ছেন, তারা এখনো পর্যন্ত জুলুম করছেন বা নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করছেন, এমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই। যদিও পাড়ায় পাড়ায় যারা ছোট বাজেটের পুজো করেন তাদের ক্ষেত্রে সরকারের এবারের সাহায্যের ৫০ হাজার টাকা যথেষ্ট বলে মনে করছেন বহু ছোটদের পুজোর উদ্যোক্তা।

Share.
Leave A Reply

Exit mobile version