কলকাতা ব্যুরো: হাইকোর্টে আবেদন করেও কোনো ছাড় পাওয়া যায়নি। তার উপরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সব মিলিয়ে চতুর্থীর সন্ধ্যায় নাগরিক শূন্যই থাকলো শহরের পুজো মণ্ডপ গুলি। তবে এদিনও বিভিন্ন বাজারে শেষ সময় কেনাকাটার ছবি চোখে পড়েছে। অনেকেরই হাইকোর্টের নির্দেশের পর ভাবনা, ঠাকুর দেখতে যদি নাও বেরোনো হয়, পুজোর সময় বাড়িতেই না হয় নতুন জিনিস পরবো। ফলে চতুর্থীর সন্ধ্যায় রাস্তায় ঠাকুর দেখার ভিড়ের থেকেও বাজারগুলিতে লোক নজরে পড়েছে বেশি। যদিও উদ্যোক্তারা তাদের মন্ডপ সাজিয়ে রেখেছিলেন আগের পরিকল্পনা মতই। বহু মণ্ডপের সামনে হাইকোর্টের নির্দেশ মেনে নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দিতে দেখা গেছে। কোথাও উদ্যোক্তারাই ঘোষণা করছেন, ভিড় না করার, মাস্ক পরার জন্য। আর কোথাওবা মাইকে একটানা সরোদ বিসন্ন ভাবে কানে বেজে চলেছে। সব মিলিয়ে, চতুর্থী র সন্ধ্যা যদি আগামী চার দিনের পূর্বাভাস হয়, তাহলে স্পষ্ট, করোনা সংক্রমনের আশঙ্কায় হাইকোর্ট দর্শকশূন্য মন্ডপ রাখার যে কঠোর সিদ্ধান্ত জানিয়েছিল, তাতে ফল কিছুটা হলেও মিলবে।

Share.
Leave A Reply

Exit mobile version