Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

শুরুতে গ্যাপ আপ দিয়ে শুরু হলেও আজ ফিউচার অপশনের শেষের দিনের সমাপ্তি ভালো হলো না শেয়ার বাজারে। শেষের দিকে বিক্রি র প্রবণতার ফলে ৮২ পয়েন্ট কম হয়ে নিফটি এখন ১৭৫২২ র ঘরে , একই ভাবে ৩১০ পয়েন্ট কম হয়ে ৫৮৭৭৪ র ঘরে বি এস ই সেনসেক্স।

দিনের শুরুতে ১৭৬৬৬ তে শুরু হয়ে আজকের বাজার পরে ইন্টরা ডে বা দিনের সর্বোচ্চ পৌঁছায় ১৭৭২৬। কিন্তু তারপরেই সারা দিন ঘোড়া ফেরা করে ১৭৭১৫ ও ১৭৬৬৬ র মধ্যেই। এরপরেই দ্বিতীয় সমাবেশে লম্বা ক্যান্ডেল দিয়ে নিচের দিকেই নেমে আসে নিফটি। দ্বিতীয় সমাবেশে বিক্রিক কারণ আজ আশা মার্কিন ফেডারেল ব্যাংকার নীতি ফলালফল। আবার অন্য কারণ হতে পারে অপরিশোধিত দাম বেড়েছে কারণ সৌদি আরব পরামর্শ দিয়েছে যে বাজারের অস্থিতিশীলতা মোকাবেলায় OPEC+ সরবরাহ কমানো যেতে পারে। যদিও ভারতীয় ইক্যুইটিগুলি অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় প্রিমিয়ামে লেনদেন করছে, FII গুলির ধারাবাহিক সমর্থন অভ্যন্তরীণ বাজারকে গাইড করছে।

আদানি পোর্টস, বাজাজ ফাইন্যান্স, ইনফোসিস, পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং এনটিপিসি প্রধান নিফটি ক্ষতির মধ্যে ছিল। লাভবানদের মধ্যে রয়েছে শ্রী সিমেন্ট, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ডিভিস ল্যাবরেটরিজ, আইশার মোটরস এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক ২ .৭ শতাংশ বেড়েছে, যেখানে আইটি, অটো, ব্যাঙ্ক, মেটাল, ফার্মা এবং এফএমসিজিতে বিক্রি দেখা গেছে।

নিফটির চার্ট কে বিশ্লেষণ করলে দেখা যাবে যে যদি সূচক ১৭৪৯৯ কে কাল ধরে রাখতে না পারে তবে আবার দুর্বলতা আস্তে পারে বাজারে। সেক্ষত্রে কাল যেতে পারে ১৭৩৪৫। এটি ১৬ ,৯৮০ স্তরের কাছাকাছি উপস্থিত উচ্চ লক্ষ্যগুলির সাথে আরও দুর্বলতা নিশ্চিত করবে। অন্য দিকে বেড়েছে অস্থিরতা ইন্ডিয়া ভিক্স ১৮ থেকে বেড়ে রয়েছে ১৯.৫৭ পয়েন্টে।

একই ভাবে অর্থাৎ গাপ আপ দিয়েই শুরু করে ব্যাঙ্ক নিফটি। ৩৯ ,১৯০ থেকে সমর্থন নিয়ে শুরু করে নিফটি ব্যাঙ্ক পরে ৩৯২৪৫ ও ৩৯৩৮২ র মধ্যে সামান্য গোড়াফেরা করে আবার ৩৯১৪৫ এ আসে সমর্থন নিয়ে ইন্টরা ডে র সর্বোচ্চ ৩৯৪৭০ গেলেও দিনের শেষে নিফটির মতনই ৮৭ পয়েন্ট নিচে এসে ৩৮৯৫০ এ শেষ করে। ফলে কালকের ফেড র নীতির প্রভাব থাকতে পারে বাজারে।

Share.
Leave A Reply

Exit mobile version