কলকাতা ব্যুরো: দিল্লি সীমান্তে অব্যাহত কৃষক বিক্ষোভ। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। ইতিমধ্যে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে বিরোধীরাও। এই অবস্থায় ফের কৃষি আইনের সমর্থনে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নমো বলেন, কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। মঙ্গলবার গুজরাটের কচ্ছে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের স্বার্থে কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। ইন্ধন যোগাচ্ছে বিক্ষোভে’।

মোদী আরও বলেন, দেশের সমস্ত ছোট ও ক্ষুদ্র চাষীর কথা মাথায় রেখেই এই সংস্কার করেছে সরকার। কৃষকদের উন্নয়নই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে এই পরিবর্তন চেয়ে এসেছেন কৃষকরা। এটা, ঐতিহাসিক পদক্ষেপ। এরপরই নরেন্দ্র মোদী বলেন, দিল্লির সীমান্তে আন্দোলনকারীদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকদের ভয় দেখানো হচ্ছে, জমি কেড়ে নেওয়া হবে বলে আতঙ্ক ছড়ানো হচ্ছে। পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র।

Share.
Leave A Reply

Exit mobile version