কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষি বিল এর প্রতিবাদে আগামী ৫ নভেম্বর সারাদেশ জুড়ে রাস্তা অবরোধের ডাক দিল কৃষক সংগঠনগুলি। দেশের প্রায় ৫০০ টি কৃষক সংগঠন মঙ্গলবার বৈঠক করে। অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কমিটি এবং অন্যান্য কয়েকটি সংগঠন মিলে এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সংগঠনের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়।
তার প্রথম পদক্ষেপ হিসেবে সারাদেশে ৫ নভেম্বর রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে। এরপরে ২৬ ও ২৭ নভেম্বর দিল্লি চলোর ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। ওই দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা দিল্লিতে জমায়েত হবেন।
পাশাপাশি দেশের প্রতিটি রাজ্যে ওই কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি অফিসের সামনে ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে। একইসঙ্গে বিজেপির রাজ্য অফিস এবং বড় বড় কর্পোরেট অফিস গুলির সামনেও বিক্ষোভের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলির কেন্দ্রীয় কমিটি।
ইতিমধ্যেই পাঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যগুলিতে আন্দোলন তীব্র হয়েছে। অন্যান্য অবিজেপি রাজ্যগুলিতে এর আগে যে বন্ধের কর্মসূচি নেওয়া হয়েছিল, তাতে আংশিক প্রভাব পড়েছিল। যদিও সুপ্রিম কোর্ট মঙ্গলবার কৃষক বিল নিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে। তার পরেও অবশ্য কৃষক সংগঠনগুলির আন্দোলন থেকে সরতে নারাজ।