কলকাতা মেডিক্যালে

কলকাতা ব্যুরো: প্রতারণার নতুন ঢাল পিপিই। পিপিই পরিহিত তিনজন বৃহস্পতিবার সদ্য কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া এক করোনা আক্রান্ত মহিলার পরে থাকা গয়নাগাটি তাঁদের হাতে দিতে বলেন। তিনি ভর্তি হওয়ায় তাঁর ওই গয়না হাসপাতালের বাইরে থাকা বাড়ির লোককে দিয়ে দেওয়া হবে বলে জানান ওই পিপিই পরিহিতরা। তাঁদের চিকিৎসাকর্মী ভেবে
বিশ্বাস করে মহিলা সব দিয়ে দেন। কিন্তু পরে বাড়ির থেকে খবর পান সেসব বাড়িতে পৌঁছায়নি। এরওরেই অভিযোগ জানানো হয়। এ দিন পুলিশ হাসপাতালে কর্মরত তিন ঠিকা শ্রমিককে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে। রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ওই মহিলা গয়না খুলে দেওয়ার সময় কর্মরত এক নার্স তা দেখে ফেলায় এ যাত্রায় পিপিই প্রতারকরা পুলিশের জালে।

Share.
Leave A Reply

Exit mobile version