কলকাতা ব্যুরো: নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বিঘ্নিত বঙ্গ। গত কয়েকদিন ধরে চলতে থাকা টানা বৃষ্টি রবিবারে শেষ হবে বলে আশা আবহাওয়া অফিসের। সোমবার সকালের দিকে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, বেলার দিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে রবিবার সারাদিনই দফায় দফায় কোথাও মুষলধারায়, আবার কোথাও ঝিরঝির বৃষ্টি চলবে দিনভর।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা ঘূর্ণাবর্ত কিছুটা শক্তি ক্ষয় করলেও, নিম্নচাপ তৈরি হয়েছে বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশের উপরে। একইসঙ্গে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তের ইঙ্গিত পাওয়া গেছে। এর প্রভাবেই শনিবারের পর রবিবারও বাংলায় বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এক জায়গাতে টানা বৃষ্টির সম্ভাবনা কম। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টির ফলে সোমবার থেকে রোদের দেখা মিললেও তাপমাত্রার আগামী তিন দিন খুব একটা পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। তারপরে তাপমাত্রা সামান্য হলেও বাড়তে পারে।
আবার মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যজুড়ে সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version