কলকাতা ব্যুরো: আর দেরি সহ্য হল না কেন্দ্রের। কর্মীদের ওপর বেড়ে গেল চাপ। ইপিএফ কাটায় ছাড়টা উঠে গেল। আবার ১২ শতাংশ হারে ইপিএফ কাটা শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, ১ অগস্ট থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত।লকডাউন শুরু হওয়ার ইপিএফে ছাড় ঘোষণা করেছিল কেন্দ্র। ওই সিদ্ধান্ত অনুযায়ী মে থেকে জুলাই পর্যন্ত ১০ শতাংশ হারে ইপিএফ কাটা হয়েছে। সেই সুযোগ কেড়ে নেওয়া হল আচমকা। জুলাইয়ের শেষদিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই ঘোষণায় স্তম্ভিত সবাই। অর্থনীতি এখনও ঘোর সংকটে। অনেকের জীবিকা এখন স্বাভাবিক হয়নি। কেউ কেউ পুরো বেতন পাচ্ছেন। এই পরিস্থিতিতে আবার ১২ শতাংশ হারে ইপিএফ অনেকের কাছে চাপের হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version