কলকাতা ব্যুরো: করোনা প্রকোপে ক্রিকেট বিশ্ব যে থমকে গেছিল তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত বহু আন্তর্জাতিক প্রতিযোগিতা বাতিল হয়েছে। আগামী দিনেও হতে পারে। এরই মধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ এর টেস্ট ম্যাচ শুরু হয়ে গিয়েছে ৮ই জুলাই থেকে।
সাউদাম্পটন-এ প্রথম টেস্ট ম্যাচে গ্যাব্রিয়েল ও হোল্ডার এর আগুন ঝরা বোলিং-এর ওপর ভরসা করে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয়। ম্যাচের সেরা হয় স্যানন গ্যাব্রিয়েল।
১৬ জুলাই-এ অনুষ্ঠিত ম্যানচেষ্টারে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এর অসাধারণ ব্যাটিং ও ব্রড এর বাউন্সার ওয়েস্ট ইন্ডিজকে সোজা ভাবে দাঁড়াতে দেয়নি প্রায়। ইংল্যান্ড ১১৩ রানে জিতে সিরিজে সমতা ফেরায়। ম্যাচের সেরা “স্ট্রোকফুল” বেন স্টোকসকে করা হয়।
ম্যানচেষ্টারে আজ তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে হারিয়ে রান করেছে ৬৪ ওভারে ১৮৪ । কিমা রোচ ২টি ও রস্টন চেস ১টি উইকেট পেয়েছে। ক্রিজে আছে পোপ ও বাটলার।

Share.
Leave A Reply

Exit mobile version