কলকাতা ব্যুরো: মুর্শিদাবাদের গরু পাচার চক্র যুক্ত সেই এনামুল হককে গ্রেপ্তার করল সিবিআই। তারই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বিনয় মিশ্র নামে কলকাতার এক প্রভাবশালী ব্যাক্তিকে। শুক্রবার দিল্লি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। এর আগে গত ২৩ সেপ্টেম্বর গরু পাচারের জড়িত থাকার অভিযোগে বিএসএফ সতীশ কুমার নামে এক কমান্ড্যান্টের বাড়িতে হানা দেয়। তার সল্ট লেকের বাড়ি সিল করে দেওয়া হয়। আবার বৃহস্পতিবার ওই গরু পাচারের সূত্র ধরে কলকাতার মানিকতলা এলাকায় এক ঠিকাদারের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। একইসঙ্গে মধ্য কলকাতা ও পূর্ব কলকাতার কয়েকটি অফিসেও হানা দেয় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। ধৃত এনামুল ও বিনয়কে কলকাতায় আনা হচ্ছে বলে খবর।

এর আগে ২০১৮ সালে এনামুল হকের গরু পাচারের মদ ত দিয়ে বেআইনি কোটি কোটি টাকা কামানোর অভিযোগে কেরালা থেকে জিবু ম্যাথু নামে বিএসএফের এক কমান্ডারকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এখনই গ্রেফতার করা হয়েছিল এনামুল হককে। পরে দুজনেই জামিনে ছাড়া পান। এ বছর ২৩ সেপ্টেম্বর সেই গরু পাচারের মামলায় সেই সতীশ কুমারকে অভিযুক্ত করে সিবিআই। অভিযোগ মালদা ও মুর্শিদাবাদে বিএসএফের কমান্ডারের দায়িত্ব পালনের সময় এনামুলকে বাংলাদেশে গরু পাচারের দিতেন কমান্ড্যান্ট। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বেআইনি পাচার চক্রে মদত দেওয়ার অভিযোগ আনা হয় ওই কমান্ড্যান্টের বিরুদ্ধে। এবার সেই মামলাতেই ফের গ্রেফতার করা হল এনামুলকে।

তার সঙ্গেই গ্রেপ্তার হওয়া বিনয়কে এ দিন সকালেই গুরগাঁও থেকে আটক করেছিল সিবিআই। কলকাতায় প্রথম সারির প্রভাবশালীদের আর্থিক লেনদেনে বিনয় ওতপ্রোতভাবে যুক্ত বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফলে গরু পাচারের ঘটনায় বিনয়কে সিবিআই গ্রেপ্তার করলেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার তীর আরো বড় কোনো প্রভাবশালী কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version