কলকাতা ব্যুরো: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই আরও একটা উপ-নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে ৷ এবার ভোট হবে রাজ্যসভার আসনের৷ বৃহস্পতিবার এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ এদিন নির্বাচন কমিশনের তরফে প্রেস বিবৃতি দিয়ে রাজ্যসভার ছ’টি আসনের উপ-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে ৷ এর মধ্যে একটি আসন পশ্চিমবঙ্গের ৷ ওই আসনে সাংসদ ছিলেন মানসরঞ্জন ভুঁইয়া ৷ তিনি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে সবং থেকে জেতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী হন৷ তাই তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন ৷

এছাড়া অসম, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে একটি করে আসন এবং তামিলনাড়ুর দু’টি আসন শূন্য ছিল ৷ সেই আসনগুলিতে একসঙ্গে আগামী ৪ অক্টোবর নির্বাচন হবে৷ আগামী ১৫ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হবে ৷ ২২ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা আসনের ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ এর মধ্যে মুর্শিদাবাদ ও সামশেরগঞ্জে প্রার্থীদের প্রয়াণে এবার ভোট করা যায়নি ৷ আর ভবানীপুরের জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করায় উপ-নির্বাচন প্রয়োজন ছিল ৷ আগামী ৩০ সেপ্টেম্বর ওই তিন কেন্দ্রে ভোট ৷ গণনা ৩ অক্টোবর ৷ আর তার পরদিনই ৪ অক্টোবর রাজ্যসভার নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷

যদিও ওই রাজ্যসভার আসনে ভোট হওয়ার সম্ভাবনা কম ৷ কারণ, ওই আসন তৃণমূলের ছিল ৷ তা তৃণমূলের দখলেই থাকবে। কিন্তু যদি অন্য কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়, তাহলে ভোট হবে, না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তৃণমূল প্রার্থী জিতবেন। গতমাসে এমনভাবেই রাজ্যসভার সাংসদ হয়েছেন প্রাক্তন আমলা জওহর সরকার ৷ ওই আসনটিতে দীনেশ ত্রিবেদী সাংসদ ছিলেন ৷ তিনি পদত্যাগ করায় ওই আসনে ভোট প্রয়োজন ছিল৷ কিন্তু তৃণমূল ছাড়া কেউ প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান জওহর সরকার৷ আসনটিতে তৃণমূলের জয় নিশ্চিত ছিল বলেই ওই আসনে অন্য কোনও দল প্রার্থী দেয়নি ৷

Share.
Leave A Reply

Exit mobile version