কলকাতা ব্যুরো: ইউপিএ আবার কী? ইউপিএ বলে কিছু নেই এখন, ২০২৪ -এর আগে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়ে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শরদ পাওয়ারের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে এদিন শরদ পাওয়ারের জন্য বিশেষ উপহার নিয়ে যান মমতা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং ছত্রপতি শিবাজির ছবি সহ এক বাঁধানো ফ্রেম। আর এই উপহারের মধ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় মায়ানগরী মুম্বইয়ের সঙ্গে এক সুতোয় মিলিয়ে দিলেন তিলোত্তমা কলকাতাকে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পাওয়ার বলেন, বিজেপিকে রুখতে বিরোধীদের এক হতে হবে। সমমনস্ক দলগুলোকে এক হতে হবে। বাকিটা দেশের মানুষ ঠিক করবে।

এনসিপি নেতার সঙ্গে সহমত পোষণ করে মমতা বলেন, শরদ পাওয়ারজির সঙ্গে দেখা করাটাও আমার মুম্বই আসার অন্যতম কারণ। ওঁর সমস্ত বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি। ২০২৪ এ লড়াই করার জন্য বিজেপি বিরোধী দলগুলোকে একসঙ্গে আসতে হবে। এদিন প্রায় একঘণ্টা ধরে চলা বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা বিকল্প শক্তি গড়ে উঠা দরকার কারণ, এখন যে ফ্যাসিবাদী রাজ চলছে, তার বিরুদ্ধে লড়াই করার মতো কেউ নেই।

মমতার আরও সংযোজন, উদ্ধব ঠাকরের সঙ্গেও দেখা করার ইচ্ছে ছিল। কিন্তু, ওঁর শরীর ভালো না। দ্রুত আরোগ্য কামনা করি। উনি সঞ্জয় রাউত এবং আদিত্য ঠাকরেকে পাঠিয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে। দেশকে বাঁচাতে হলে শক্ত বিরোধী জোট গঠন করতে হবে। যে যেখানে শক্তিশালী তাকে নিয়ে লড়াই করতে হবে।

কংগ্রেসের সঙ্গে জোটের পরিকল্পনা নেই? এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, কেউ যদি লড়াই না করতে চায়, তাহলে কী হবে? বিরোধী হিসেবে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াই না করলে কী হবে? বরং মাঠে নেমে লড়াই করতে হবে।

মমতার সঙ্গে বৈঠক শেষে শরদ পাওয়ার আরও বলেন, আমাদের এক শক্তিশালী বিকল্প নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমরা আজকের জন্য ভাবছি না। আমরা ভাবছি নির্বাচনের কথা। এই শক্তিশালী বিকল্প গড়ে তুলতেই হবে। আর সেই জন্যই মমতা বৈঠক করতে এসেছিলেন। আমাদের বৈঠক ফলপ্রসু হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালেই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময়েও বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন মমতা। তিনি বলেছিলেন, যদি সব আঞ্চলিক দলগুলি যদি এক ছাতার তলায় আসে, তাহলে বিজেপিকে পরাস্ত করার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর এদিন বিকেলেই মমতার পাশে দাঁড়িয়ে শরদ পাওয়ারও সেই ইঙ্গিতই দিলেন। কংগ্রেসকে সঙ্গে নিয়ে মহাজোট করতে যে কোনও ছুৎমার্গ নেই, সেই বিষয়টাও স্পষ্ট করলেন মমতা-পাওয়ার।

Share.
Leave A Reply

Exit mobile version