কলকাতা ব্যুরো: সংঘাত চরমে উঠলেও অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গেল যাবতীয় জট। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে হাসিমুখে হাত মিলিয়ে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তারা জানালেন, এবার আইএসএলে খেলছেন তাঁরা। তবে কতদিনের জন্য সেই জট কেটেছে, সে বিষয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তা নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে।

দীর্ঘদিনের জট কাটাতে বুধবার নবান্নে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মমতা বলেন, যেটা নিয়ে অনিশ্চয়তা চলছিল, সেটা কেটে গিয়েছে। আমিও খুব রেগে গিয়েছিলাম। আমি ওদের কাছে একটা অনুরোধ করেছিলাম। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের সমস্যা মিটে গিয়েছে। কেটে গিয়েছে জট। ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। ‘খেলা হবে’।

পরে শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, আমরাও চাই যে খেলা হোক। একটি মতভেদ ছিল। সেজন্য টার্মশিটের চুক্তি স্বাক্ষর করতে পারিনি। গত এক বছর ধরে এটা স্বাক্ষর করার চেষ্টা করছিলাম। কিন্তু হয়নি। আপনি যখন অনুরোধ করেছেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা আইএসএলে খেলব।

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না। দিদি সবসময় আমাদের পাশে থাকেন। শুধু ইস্টবেঙ্গল ক্নাবের পাশে নয়, পুরো ময়দান, ক্রীড়া মহলের সঙ্গেই থাকেন।

চুক্তি নিয়ে একাধিক বার প্রশ্ন করা হলে, দেবব্রতর উত্তর, ফুটবল ফিরেছে ৷ ক্লাব বেঁচেছে ৷ তার কৃতিত্ব মুখ্যমন্ত্রীর ৷ দেবব্রত সরকার সমস্যা মিটে গিয়েছে বলে যতই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন ৷ চুক্তিপত্রে সমস্যা যে আদৌ মেটেনি তা স্পষ্ট হল তাঁর একটি কথাতেই ৷ দেবব্রত সরকার ওরফে ময়দানের নীতু জানিয়ে দিলেন, পুরানো চুক্তিতেই খেলবে ইস্টবেঙ্গল ক্লাব ৷

যার অর্থ একটাই, গত বছর যে টার্ম শিটে সই করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা ৷ সেই টার্ম শিটের সময়সীমা আরও একবছর হয়ত বাড়িয়ে দেওয়া হচ্ছে ৷ কিন্তু, পাকাপাকিভাবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ইস্টবেঙ্গলের কি লগ্নিকারী হলো? তা এখনই বলা যাচ্ছে না ৷ কারণ, তার জন্য ইস্টবেঙ্গল কর্তাদের লগ্নিকারীদের সঙ্গে চুক্তিপত্রে সই করতে হবে ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে আজ নবান্নে যে বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকর্তা এবং শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের মধ্যে সেখানে চুক্তিপত্রে সইয়ের বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

Share.
Leave A Reply

Exit mobile version