কলকাতা ব্যুরো : দুর্গাপূজার বাকি আর আড়াই মাস। এখনও কোথাও কোনো প্রস্তুতি নেই। গোটা বাংলার আকাশে সংক্রমণ এর আশঙ্কা। ধাওয়া করে বেড়াচ্ছে মৃত্যুভয়। শাড়ি আর জামা কাপড়ের দোকানগুলো এখন থেকেই প্রতিবছর বিক্রি-বাট্টা শুরু করে। কিন্তু সে রকম কোনো ছবিই চোখে পড়ছে না এবার। সর্বত্রই এক ভয়ঙ্কর অনিশ্চয়তার ছাপ।তবে দুর্গাপূজা কমিটিগুলো চায় সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেই দুর্গাপুজো হোক কলকাতায়। শহরের ৩৫০ টি কমিটিকে নিয়ে একটি বৃহত্তর কমিটি তৈরি হয়েছে।

তবে দুর্গাপূজা কমিটিগুলো চায় সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেই দুর্গাপুজো হোক কলকাতায়। শহরের ৩৫০ টি কমিটিকে নিয়ে একটি বৃহত্তর কমিটি তৈরি হয়েছে।

তারা জানিয়েছে, কিছু নিরাপত্তা ব্যবস্থা জারি রেখে এবারও মায়ের আরাধনা সম্ভব। আয়োজকদের নিয়ে একটি ফোরাম ও তৈরি হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কার্যালয়ে একটি সুপারিশ তালিকা তারা জমা দিয়েছে। ফোরামের সুপারিশ অনুযায়ী, প্রত্যেক দর্শনার্থীকে থারমাল স্ক্রিনিং করে মণ্ডপে প্রবেশ করানো হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। ২৫ জনের বেশি মানুষকে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া মণ্ডপ এর আশপাশের এলাকা নিয়মিত জীবাণুমুক্ত করা হবে। এখন এ সব প্রস্তাব মেনে পুজোর অনুমতি সরকার দেয় কি না উদ্যোক্তাদের নজর এখন সে দিকে।

Share.
Leave A Reply

Exit mobile version