কলকাতা ব্যুরো: একটি নয়, দুটি নয়, করোনার তিন তিনটি ভ্যাকসিন এখন আমেরিকায় চূড়ান্ত ট্রায়াল পর্বে। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আমরা আগেভাগেই সেগুলোর উৎপাদন শুরুর ব্যবস্থা করেছি। যাতে একসঙ্গে প্রচুর পরিমানে ভ্যাকসিন মেলে। তাঁর প্রত্যয়, এ বছরের মধ্যেই করোনা ভাইরাস বিনাশে নিরাপদ এবং উপযুক্ত ভ্যাকসিন আমরা তৈরি করে ফেলতে পারবো।

এদিকে দৈনিক সংক্রমণের হার কমলেও গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনায় প্রাণ গেছে ৯৩১ জনের। করোনায় মৃতের সংখ্যা আমেরিকায় ছাড়িয়ে গিয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি। এই তথ্য জানাচ্ছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত আমেরিকায় ৫৮ লাখের বেশি মানুষ করোনা সংক্রামিত হয়েছেন। এক দিনে সবচেয়ে বেশি সংক্রমনের ঘটনা ঘটেছিল ১৭ জুলাই। সেদিন সংক্রমণের সংখ্যা ছিলো ৭৫ হাজারের বেশি।

Share.
Leave A Reply

Exit mobile version