কলকাতা ব্যুরো: দল ভাঙিয়েও মহাবিপদ। দিলীপ ঘোষ পড়েছেন ফাঁপড়ে। অন্য দল ছেড়ে যাঁরা এসেছেন, তাঁদের সবার চাই স্ট্যাটাস সিম্বল। রাজনীতিতে স্ট্যাটাস সিম্বল এখন সিকিউরিটি। বিজেপিতে সদ্য আসা নেতারা প্রায়ই সিকিউরিটি আবদার করছেন। তাও তো রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ। এই আবদারে তিতিবিরক্ত বিজেপির রাজ্য সভাপতি। অসন্তোষ আর চেপে রাখতে পারছেন না। 

রবিবার বলেই ফেললেন, “আমি সিকিউরিটি এজেন্সি খুলে বসে আছি নাকি? নতুন যাঁরা দলে আসছেন, তাঁরা সবাই সিকিউরিটি চাইছেন।”বিজেপির পুরোনো নেতাদের মধ্যে এমন নিরাপত্তা পান দলের রাজ্য সভাপতি। তৃণমূল ছেড়ে এসে মুকুল রায় বা শোভন চট্টোপাধ্যায় কিংবা অর্জুন সিংয়ের মতো হেভিওয়েটরা তো বটেই, অনুপম হাজরা এবং জেলা স্তরের অনেক নেতাও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন। কিন্তু নবাগতদের এমন আবদারে এখন অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজ্য সভাপতি। তাঁর রবিবারের মন্তব্যে সেটা পরিস্কার। 

এই প্রসঙ্গে স্বাধীনতা দিবসে খানাকুলে বিজেপির এক কর্মীর খুনের কথা তোলেন তিনি। বলতে চেয়েছেন দিলীপ, সাধারণ কর্মীরা যেখানে বিপন্ন, সেখানে নেতাদের এই নিরাপত্তার আবদার অশোভন তো বটেই, বাড়াবাড়িও।নবাগত নেতাদের কাছে এই নিরাপত্তার ঘেরাটোপ স্ট্যাটাস সিম্বল তো বটেই, ছেড়ে আসা দলের কেলানি খাওয়ার ভয়ে এই নেতারা এমন নিরাপত্তা চেয়ে উমেদারি করছেন বিজেপিতে।

Share.
Leave A Reply

Exit mobile version