কলকাতা ব্যুরো: আবার হামলা দিলীপ ঘোষের কনভয়। আলিপুরদুয়ারের জায়গাও এ যাওয়ার সময় তার কনভয় পাথর ছুড়ে হামলা করে দুষ্কৃতীরা। বেশ কয়েকটা গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ। শুধু বিজেপি সভাপতি নয়, তার সঙ্গে থাকা বিধায়ক উইলসন চাম্প্রসারির গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তিনি এদিন দুপুরে মাদারিহাট থেকে কনভয় নিয়ে জয়গায়ে সভা করতে যাচ্ছিলেন। সেখানে ঢোকার আগেই রাস্তার বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখানো হয়। জয়গায়ে ঢোকার মুখেই দুষ্কৃতীরা তার গাড়িতে এলোপাথাড়ি ইট, পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ।

এই ঘটনায় বিমল গুরুংপন্থীরাই হামলা চালিয়েছে, নাকি তৃণমূল, সে ব্যাপারে এখনও নির্দিষ্ট করে কিছু বলেনি বিজেপি। বিজেপির দাবি ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের মদত। আলিপুরদুয়ারের তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর অবশ্য বক্তব্য, বিজেপির দিলীপ ঘোষ এমন কিছু বড় নেতা নয়, তার গাড়িতে হামলা করবে তৃণমূল। ওরাই বরঞ্চ অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ডুয়ার্স এবং পাহাড়ে।

Share.
Leave A Reply

Exit mobile version