কলকাতা ব্যুরো: কোচবিহারের শীতলকুচিতে দলের সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার অভিযোগে বুধবার সন্ধ্যায় কলকাতায় হটাৎ বিক্ষোভ করল বিজেপির যুব শাখা। কয়েক শ লোককে নিয়ে যুব সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ মিছিল করে যান নির্বাচন কমিশনের অফিসে। সেখানে বসে পড়ে বিজেপির সর্মথকরা। ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষন ধরে সেখানে বিক্ষোভ, স্লোগান চলতে থাকে। পরে যুগ্ম নির্বাচন আধিকারিকের সঙ্গে কথা বলে ঘটনার তদন্তের জন্য অভিযোগ জানান যুব শাখার সাধারণ সম্পাদক।


এদিন কোচবিহারের শীতলকুচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার থেকে কিছুটা দূরে ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা। অভিযোগ, তৃণমূল নেত্রীর সভা থেকে ফেরার সময় সর্মথকরা হঠাৎই হামলা চালায় দিলীপ ঘোষের গাড়িতে। গাড়ির কাচ ভাঙচুর করা হয়। দীলিপবাবু অভিযোগ, বোমা পিস্তল নিয়ে গাড়ি ঘিরে তাণ্ডব চালায় শ’খানেক দুষ্কৃতী। তার নিরাপত্তা এমন অগোছালো ব্যবস্থা থাকলে সাধারণ মানুষের কি হবে, সেই আশঙ্কার কথা তুলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। সন্ধ্যায় রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জগমোহন জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version