কলকাতা ব্যুরো: দিল্লিতে ডেকে দলের রাজ্য নেতাদের বারবার নিজেদের মধ্যে সমন্বয় বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা৷ কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের রোগ যে এতটুকু সারেনি, তা ফের প্রমাণ হল৷ দলের অস্বস্তি বাড়িয়ে এবার প্রকাশ্যে চলে এলে দলের প্রাক্তন এবং বর্তমান রাজ্য সভাপতির মতবিরোধ৷ সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ জবাব বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন ছিল, সিবিআই কীভাবে কাজ করে দিলীপদা কী করে জানলেন? সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে পাল্টা জবাব দিতে গিয়ে সুকান্তর নাম না করেই দিলীপ ঘোষ বলেন, ডাক্তারবাবু ভয় পেয়েছেন। কুকুর (ইডি) যদি তার বাড়িতেও পৌছে যায়!

প্রসঙ্গত, রাজ্যে সারদা, নারদা সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই সিবিআই তদন্ত নিয়ে সরব হন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রবিবার শহরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের মঞ্চে দিলীপ ঘোষের মন্তব্য ছিল, সিবিআই গত কয়েক বছর ধরে এখানে ‘সেটিং’ করছিল। অর্থমন্ত্রক সবকিছু বুঝেই ইডিকে বাংলায় পাঠিয়েছে। সেটিং যারা করেছে এখন তাঁরা বলছে, ‘ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, বড় কুকুরকে কামড়াবে।
সিবিআই নিয়ে খোদ দলের সর্বভারতীয় সহ সভাপতির এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব৷ দিলীপ ঘোষের এই মন্তব্যে যে তাঁর এবং দলের সমর্থন নেই, বুঝিয়ে দিয়ে সুকান্ত মজুমদার বলেন, দিলীপদা কোথা থেকে বললেন আমাদের জানা নেই। কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে এটা কোনও রাজনৈতিক নেতার পক্ষে জানা সম্ভব নয়। যদি কেউ মন্ত্রী হন তাহলে তাঁর পক্ষে জানা সম্ভব৷ আমাদের কাছে এ ব্যাপারে কোনও তথ্য নেই।

পাশাপাশি এদিন নারকেলডাঙার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, একজন গর্ভবতী মহিলার কার্যত গর্ভপাত করানো হয়েছে। শিশু নষ্ট হয়েছে। যত ক্ষমতা চলে যাওয়ার ভয়, তত অত্যাচার বাড়ছে। বিজেপি করার অপরাধে তাকে এই ঘটনার শিকার হতে হয়েছে। বড় বড় নেতারা হুমকি দিচ্ছে ছাল ছাড়িয়ে নেব। প্রসঙ্গত প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে নারকেলডাঙায় ৮ মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে। আক্রান্ত যুবতীর অবস্থা আশঙ্কাজনক। আপাতত তিনি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি।

পাশাপাশি রবিবার আসানসোল ও বনগাঁয় উপনির্বাচনে অশান্তি প্রসঙ্গে দিলীপ ঘহ বলেন কাউকে থাকতে দেবনা। আমরাই করে খাব। অনুব্রতর মেয়ে একটা নিরীহ ছেলের চাকরি খেয়ে বসে আছে। এগুলো তার বহিঃপ্রকাশ। দিলীপবাবু বলেন, নব্য তৃণমূলের আত্মপ্রকাশ পোস্টার ঘিরে রাজ্য সরগরম। তাই নিয়ে এবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বললেন, নতুন তৃণমূল, নতুন পোস্টার তৃণমূল নামটা মানুষের কাছে বিষের মতো হয়ে আছে। নতুন হোক বা পুরানো বিষ তো বিষই। সমাজের দাগীরা আজ নেতা। সিবিআই ইডির উপর সকলের ভরসা আছে। সময় লাগবে, কাজ এগোচ্ছে।

এছাড়াও কুনাল ঘোষের পুজর গান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। তিনি বলেন, পুজোয় আসছে কুনাল ঘোষের গান। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দেবী দুর্গাকে বন্দনা তৃণমূল মুখপাত্রের। তাই নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, শিয়াল যখন পাড়ায় ঢুকে জাত বুঝে নিতে হবে খারাপ সময় আসছে।

Share.
Leave A Reply

Exit mobile version