একথা বললে বোধহয় ভুল হবে না যে ধ্যান চাঁদের একক নৈপুণ্যে ভর করেই ভারত ১৯২৮, ’৩২ এবং ’৩৬ সালের অলিম্পিকে হকিতে সোনা জিতেছিল। ওই তিনটি অলিম্পিকে ৩৩টি গোল করেছিলেন ধ্যানচাঁদ।  ওই সময়টা ছিল ভারতীয় হকির স্বর্ণযুগ। বলের ওপর ধ্যানচাঁদের হকি স্টিকের অসাধারণ নিয়ন্ত্রণ ক্ষমতার জন্য তাঁকে বলা হত হকির জাদুকর। প্রায় সমস্ত দেশই একটা সময়ে ভাবত ধ্যানচাঁদের হকি স্টিকে আঠা জাতীয় কিছু লাগানো থাকে। একবার এমন হল যে মাঠে ধ্যানচাঁদ তাঁর স্টিকে বলকে এমনভাবে নিয়ন্ত্রনে রেখেছেন যে প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডস-এর কর্মকর্তারা বিস্মিয়ে হতবম্ব। শেষ পর্যন্ত তারা ধ্যানচাঁদের হকি স্টিক ভেঙে দেখেছিলেন। কিন্তু সেখানে চুম্বক বা আঠা জাতীয় কিছু পেলেন না। একবার এক ম্যাচে কিছুতেই গোল পাচ্ছিলেন না ধ্যানচাঁদ। তাঁর সন্দেহ হয় | তিনি রেফারিকে গোলপোস্টের উচ্চতা নিয়ে অভিযোগ জানান। মেপে দেখা যায় সত্যি নির্দিষ্ট মাপের থেকে গোলপোস্টের উচ্চতা কম |

এলাহাবাদে প্রয়াগের একটি রাজপুত পরিবারে জন্ম ধ্যানচাঁদের। বাবা সমেশ্বর দত্ত ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন এবং হকি খেলতেন। বাবার বদলির চাকরির জন্য ধ্যানচাঁদের পড়াশোনা বেশ বিঘ্নিত হয়। ক্লাস সিক্সের পরে ছেদ পড়ে ধ্যানচাঁদের পড়াশোনায়। সেনাবাহিনীতে কাজের দৌলতে এক ফালি জমি পেয়ে অবশেষে তাঁর বাবা থিতু হন মধ্যপ্রদেশের ঝাঁসিতে।

আশৈশব হকির প্রতি কোনও আকর্ষণ ছিল না ধ্যানচাঁদের। ভালবাসতেন কুস্তি। স্বপ্ন ছিল কুস্তিগীর হওয়ার। যদিও ছেলেবেলায় ধ্যানচাঁদের কোনও খেলার প্রতি গভীর আগ্রহ ছিল না। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে উল্লেখ করার মতো হকি খেলেছেন বলে তার মনে হয়নি। ১৬ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর দলে সুযোগ পান। ধীরে ধীরে হকির প্রতি ভালবাসা জন্মায়।  শোনা যায়, পেশাগত কাজ শেষ না হওয়া পর্যন্ত ধ্যানচাঁদ অনুশীলন শুরু করতেন না। সে সময় রাতে ফ্লাডলাইটের ব্যবস্থা ছিল না।ডিউটি শেষ হওয়ার পর ধ্যানচাঁদ অনুশীলন করতেন রাতে। অপেক্ষা করতেন কবে পূর্ণিমা ও শুক্লপক্ষ আসবে। চাঁদের আলোয় বেশিক্ষণ অনুশীলন করতে পারবেন। সেই থেকে তাঁর নাম হয় ধ্যানচাঁদ। তাঁর খেলায় বিস্মিত বিদেশি সংবাদমাধ্যম তাঁকে জাদুকর বলে অভিহিত করে।

বিশ্বের কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান বলেছিলেন, উনি যে গতিতে রান করেন, সেই একই গতিতে নাকি গোল করেন ধ্যানচাঁদ। ধ্যানচাঁদের খেলা দেখে হিটলার এতটাই আপ্লুত হয়েছিলেন যে তাঁকে জার্মানি নাগরিকত্বের প্রস্তাব দেন। পাশাপাশি জার্মান সেনাবাহিনীতে কর্নেলের পদও তাঁকে অফার করা হয়। বিশ্বের দরবারে বারবার চক দে ইন্ডিয়া বলেছিল তাঁর হাতের স্টিক। ১৯৪৮ সালে তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। আন্তর্জাতিক কেরিয়ারে তার গোলের সংখ্যা চারশোর বেশি। তাঁকে সম্মান জানিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তৈরি হয়েছে মূর্তি | চার হাতে চারটি হকি স্টিক ধরে আছেন ধ্যানচাঁদ।লন্ডনে টিউব স্টেশনগুলোর মধ্যে ৬ টি নামাঙ্কিত করা হয়েছে প্রখ্যাত হকিস্টদের নামে। তাঁদের মধ্যে আছেন তিনজন ভারতীয়- ধ্যানচাঁদ সিং, তাঁর ভাই রূপ সিং এবং লেসলি ক্লডিয়াস।

ধ্যানচঁদের আত্মজীবনীর নাম ‘গোল’। সেখানে তিনি লিখেছিলেন, ১৯৩২ সালের অলিম্পিকের ঠিক আগে দিল্লির মরি গেট মাঠে তাঁর নেতৃত্বাধীন ভারত নির্বাচিত দিল্লি একাদশের কাছে ১-৪ গোলে হেরে গিয়েছিল। ৪ বছর আগে একই দিল্লি একাদশকে তারা ০-১২ গোলে পরাজিত করেছিল। ধ্যানচাঁদ লিখেছিলেন, ‘… এই বিশেষ পরাজয়টি আমাকে চিন্তায় ফেলেছিল। প্রথমবার আমি অলিম্পিক দলের অধিনায়ক ছিলাম, আমার দায়িত্বে কি ভারত শিরোপা হারাবে?’

তবে শেষ বয়সে ধ্যানচাঁদ শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। চিকিত্‍সক তখন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন ভারতীয় হকির ভবিষ্যত্‍ কী? ধ্যানচাঁদ বলেছিলেন, এই দেশে হকি শেষ। কারণ ছেলেরা শুধু খেতে চায়। কাজ করতে নয়। এরপরেই কোমায় চলে যান তিনি। দেশ ও দেশবাসীর প্রতি বীতশ্রদ্ধ হয়ে শেষ জীবনে ধ্যানচাঁদের শুধু আশঙ্কা ছিল, তাঁর পদকগুলো যেন ঘর থেকে চুরি না হয়ে যায়। কারণ এমনই তিক্ত অভিজ্ঞতাও হয়েছিল তাঁর।

হকির এই জাদুকরের জন্মদিন দেশ জুড়ে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস রূপে। এদিনই রাজীব খেলরত্ন, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার-এর মতো সম্মান প্রাপকদের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। কিন্তু প্রায় কপর্দকশূন্য অবস্থায় মৃত্যু হয়েছিল এই কিংবদন্তির। ভরসা বলতে ছিল সামান্য পেনশন। ক্রীড়া জগতে জীবনভর সম্মানের জন্য ২০০২ সাল থেকে দেওয়া হয় ধ্যানচাঁদ সম্মান। ২০১৪ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত করার প্রস্তাব এসেছিল। জোরালো হয়েছিল দাবি। কিন্তু সে বছর ভারতরত্ন দেওয়া হয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার ও বিজ্ঞানী সি.এন.আর রাও-কে।

ধ্যানচাঁদ কে নিয়ে বলার মতো কথা হল, ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক্সে, মাঠে হাজির হয়েছিলেন স্বয়ং হিটলার। ধ্যানচাঁদের খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন নাজি জার্মানির চ্যান্সেলর। সেই সময় বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল, তৎকালীন জার্মান স্বৈরশাসক নাকি ধ্যানচাঁদকে জার্মান নাগরিকত্ব দিতে চেয়েছিলেন। বলাই বাহুল্য মনে প্রাণে ভারতীয় ধ্যাননচাঁদ নাজি জার্মানির চ্যান্সেলর হিটলারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

 

Share.

2 Comments

  1. somnath ghoshal on

    একটি অসামান্য ফিচার পাঠের অভিঙ্গতা হল। সেই সঙ্গে জানা হল অনেক অজানা কথা।

Leave A Reply

Exit mobile version