কলকাতা ব্যুরো: শুক্রবার সাতসকালেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে হানা দিল সিবিআই। জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি ও বিতর্কের শুরু হয়েছে, সেই সংক্রান্ত তদন্তেই উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই আধিকারিকেরা হানা দিয়েছেন।
এদিন সকাল আটটা নাগাদ মনীশ সিসোদিয়ার বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা বাড়ি।

মনীশ সিসোদিয়া নিজেও টুইট করে বাড়িতে সিবিআই হানার কথা স্বীকার করেছেন। তবে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। এদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও টুইট করে সিবিআই হানার নিন্দা করেছেন। তিনি বলেন, যেদিন আমেরিকার সবথেকে বড় সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা করা হয়েছে এবং মনীশ সিসোদিয়ার ছবি প্রথম পাতায় ছাপানো হয়েছে, সেইদিনই মনীশের বাড়িতে কেন্দ্র থেকে সিবিআই পাঠানো হল। সিবিআইকে স্বাগত। আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব।

এদিন মনীশ সিসোদিয়া পরপর টুইট করে লেখেন, সিবিআই এসেছে। আমরা সৎ, লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ তৈরি করেছি। কিন্তু দুঃখজনকভাবে এই দেশে যারাই ভাল কাজ করেন, তাদের এইভাবে হেনস্থা হতে হয়। এই কারণেই আমাদের দেশ আজ প্রথম স্থান অর্জন করতে পারেনি।

তিনি আরও জানিযেছেন, আমরা সিবিআইকে স্বাগত জানাচ্ছি। দ্রুত যাতে সত্যিটা সামনে আসে, তার জন্য আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব।

Share.
Leave A Reply

Exit mobile version