কলকাতা ব্যুরো: মাদকের তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এবার বলিউড সেলেবদের ব্যাংক একাউন্ট নিয়ে খোঁজখবর শুরু করলো এন সি বি। দীপিকা পাডুকোন ছাড়াও শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং এবং সারা আলি খানের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোন ও টাকা পয়সা এমন কোন সন্দেহজনক জায়গায় পাঠানো হয়েছে কিনা, সে দিকেই নজর দিচ্ছে এনসিবি। ইতিমধ্যেই তাদের সকলের ক্রেডিট কার্ডের গত তিন বছরের বিলের খোঁজখবর নিয়েছে মাদক তদন্তকারী সংস্থা।

তদন্তকারীদের মনে হয়েছে, এদের বিরুদ্ধে মাদকচক্রের কোনো-না-কোনোভাবে যোগ প্রতিষ্ঠা করার জন্য জোরদার তথ্যপ্রমাণ হাতে না রাখলে মামলার সাজানো যাবে না। একইসঙ্গে এইসব সেলেবদের প্রভাবশালী যোগের জন্য আদালতে বিড়ম্বনা হতে পারে তদন্তকারী সংস্থার। তাই মাদকের তদন্ত করতে গিয়ে অকাট্য প্রমাণ হাতে রাখার জন্যই এখন বলিউডের এই অভিনেত্রীদের ব্যাংকের একাউন্টে নজর দিচ্ছে এনসিবি।

ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদকের ঘটনায় সূত্রে বলিউডের এক ঝাঁক প্রভাবশালীর নাম যুক্ত হয়ে গিয়েছে। সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী, তার ট্যালেন্ট ম্যানেজারে জয়া সাহা, ধর্মা প্রোডাকশন এর প্রাক্তন কর্তা ক্ষিতিজ প্রসাদ রবি। আরেক ম্যানেজার ধ্রুব চিট গোপকার এবং প্রডিউসার মধু মন্তেনা ভার্মা এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। আবার ক্ষিতিজ প্রসাদ গ্রেপ্তারের পর এখন এনসিবির হেফাজতে রয়েছেন। ফলে তদন্তকারীরা মনে করছেন, বলিউডের প্রভাবশালীদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ হাতে না রাখলে দিনের শেষে বিরম্বনা বাড়তে পারে তাদের। তাই সবদিক বেঁধে এই প্রভাবশালীদের জালে তুলতে কোমর বেঁধে নেমেছেন এনসিবি কর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version