কলকাতা ব্যুরো : ট্রাকে করে ধান নিয়ে যাওয়ার নাম করে ২৫ টি প্রাচীন মূর্তি বাংলাদেশে পাচার হচ্ছিল দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ বর্ডার দিয়ে। কলকাতা কাস্টমস ২৩ অগাস্ট রাতে সেই খবর পেয়ে প্রায় ৩৫ কোটি টাকার মূর্তি উদ্ধার করে। কমিশনারেট অফ কাস্টমসের তরফ থেকে এই খবর পাওয়া গেছে।

জানা গিয়েছে, উদ্ধার করা মূর্তিগুলোর মধ্যে ৭ টি পাথরের খোদাই করা পার্বতী, মনসা, বিষ্ণু এবং সূর্য মূর্তি আছে। ৭ টি ব্রোঞ্জ এবং অষ্টধাতুর তৈরি মূর্তি আছে। টেরাকোটার মূর্তি আছে ১১ টি। ভারতের হিন্দু এবং জৈন মন্দির থেকে চুরি করা এই দেব দেবীর মূর্তিগুলির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। সব মূর্তি নবম থেকে ষোড়শ শতাব্দীর মূর্তি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এর আগে ৭ জানুয়ারি তল্লাশি চালিয়ে ১১ কোটি টাকার ৭ টি প্রাচীন দুষ্প্রাপ্য মূর্তি বাংলাদেশে পাচার হওয়া থেকে রুখে দেয় কাস্টমস। তবে অনুমান করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত এক বা একাধিক প্রাচীন মূর্তি পাচারের আন্তর্জাতিক চোরাচালানকারী দল এর পিছনে রয়েছে। তাদের ধরার চেষ্টা করছে কাস্টমস আধিকারিকরা।

Share.
Leave A Reply

Exit mobile version