কলকাতা ব্যুরো: আরিয়ান খানকে নিয়ে নতুন মোড়। শাহরুখ-পুত্রের মোবাইল থেকে কল রেকর্ড মুছে ফেলার জন্য তাঁকে ৫ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ৷ এমনটাই দাবি করলেন জলগাঁওয়ের এথিক্যাল হ্যাকার মণীশ ভাঙ্গালে।

মণীশের দাবি, মুম্বই ক্রুজ মাদক মামলায় কিছু একটা গোলমাল রয়েছে। তাই মামলার আগাগোড়া তদন্ত চেয়ে মুম্বই পুলিশ কমিশনারের কাছে একটি চিঠিও লিখেছেন তিনি। এর আগে দাউদের স্ত্রী আর এনসিপি নেতা একনাথ খাদসের মধ্যে কথা চালাচালির প্রসঙ্গ উত্থাপন করে বিতর্ক তৈরি করেছিলেন ভাঙ্গালে।

তবে আরিয়ানের ক্ষেত্রে ভাঙ্গালে জানিয়েছেন, ৬ অক্টোবর জলগাঁওতে অলোক জৈন আর শৈলেশ চৌধুরী তাঁর সঙ্গে দেখা করে সিডিআর মুছে ফেলার কথা জানায়। তাঁর কথায়, অলৌক জৈন আর শৈলেশ চৌধুরী আমার সঙ্গে দেখা করে আমাকে সিডিআর মুছে ফেলতে বলে। পূজা দাদলানি তখন নম্বরটি দেখায়। একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপও দেখিয়েছে আমায়। জো নামে সেভ করা ছিল আরিয়ান খানের নাম।

তাঁকে এই কাজের জন্য ১০ হাজার অগ্রিম টাকা দেওয়া হয়েছিল এবং আর বলা হয়েছিল কাজ মিটলে ৫ লক্ষ টাকা পাবে ভাঙ্গালে। মনীশ বলে, রাস্তায় যেতে যেতে তারা আমাকে একটা নম্বর দেয়। ট্রুকলারে ওই নম্বরটি স্যাম ডিসুজার নাম দেখিয়েছিল। দু’জনে আমায় প্রভাকর সইলের নামে একটা সিম কার্ড যদি পাওয়া যায়, সে কথাও জানিয়েছিল৷ প্রভাকর সইলকে টিভিতে দেখে তাঁর মনে হয়েছে মাদক মামলায় কিছু গড়বড় হয়েছে। মণীশের দাবি, আরিয়ান খান কেসের তথ্যপ্রমাণ লোপাট করতে আমায় ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল৷ তদন্ত চেয়ে হ্যাকার মণীশ পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন ৷

Share.
Leave A Reply

Exit mobile version