কলকাতা ব্যুরো : আজ ভোর ৫.৩০ টায় প্রাক্তন বাম সাংসদ নিখিলানান্দ সর । মৃত্যুকালে তার বয়স হিয়েছিল ৮৪ বছর। এক বর্ণময় চরিত্র ছিলেন তিনি। জমি আন্দোলনের সময় তার ভূমিকার জন্য আজ ও মানুষের কাছে জনপ্রিয় হয়ে আছেন তিনি। জন্ম ১৯৩৬ সালে। জবগ্রাম স্কুল এ শিক্ষকতা দিয়ে তার কাজ শুরু। পরে সি পি এম এর সর্বক্ষণের কর্মী ছিলেন। ৭০ দশকের সন্ত্রাস এর সময় রাজ্য ছেড়ে ভিন রাজ্যে আত্মগোপন করেন। ১৯৮৭ সালে নিখিলানন্দ বাবু মঙ্গলকোট এর বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৫ সালে অবিভক্ত বর্ধমানের জেলাপরিষদের সভাধিপতি নির্বাচিত হন। ১৯৯৯ ও ২০০৪ সালে লোকসভা ভোট এ বর্ধমান কেন্দ্র থেকে রেকর্ড ভোট এ নির্বাচিত হন। কয়েক বছর ধরে শরীর অসুস্থ্য থাকায় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ছিলেন। আজ তার হটু দেওয়ার বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন সাংসদ সৈয়দুল হক।

Share.
Leave A Reply

Exit mobile version