কলকাতা ব্যুরো: অন্য কাজে ব্যস্ত থাকায় দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলোর মুখমন্ত্রীদের নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যদিও এবিষয়ে বিরোধী দলগুলোর এই দাবির সঙ্গে সহমত বামেরাও। ওই দুই পরীক্ষা পিছনোর দাবি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বামেদের তরফে। চিঠি দেওয়া হয়েছে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখরকেও।
রাজ্য বিধানসভায় বামেদের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, অমিত শাহদের যে নিরাপত্তা রয়েছে, কম বয়সী ছাত্রছাত্রীদের তা নেই। এই পরিস্থিতি কোনও ভাবেই পরীক্ষা নেওয়ার উপযুক্ত সময় নয়। এটার অর্থ, ছাত্রছাত্রীদের গিনিপিগ বানানো হচ্ছে। এখনো করোনা বাড়ছে। সেটা সবাই দেখছি। এই অবস্থায় যেখানে গণ পরিবহন প্রায় বন্ধ, ট্রেন চলছে না, পরীক্ষা নেওয়া উচিত নয়।

Share.
Leave A Reply

Exit mobile version